আজ সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমেদ
স্ট্রিম প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাঁর গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমেদ। অভিযোগ গ্রহণ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবির সাবেক ডিসি ও পরবর্তী সময়ে র্যাবের শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান এবং অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। অভিযোগে আরও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘এই ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়ায় আমাদের দলের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি ট্রাইব্যুনালের জন্য লজিস্টিক সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানান এবং যাঁরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদেরকেও অভিযোগ করার আহ্বান জানান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুসহ অন্য আইনজীবীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং শহরে তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারত সরকার তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে। আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পান, কিন্তু আপিলের প্রক্রিয়ায় তিনি ভারতে আটকে থাকেন। অবশেষে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পাওয়ার পর দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।
২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। তারপর ১১ আগস্ট দেশে ফিরে আসেন সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাঁর গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমেদ। অভিযোগ গ্রহণ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিবির সাবেক ডিসি ও পরবর্তী সময়ে র্যাবের শীর্ষ কর্মকর্তা জিয়াউল আহসান এবং অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। অভিযোগে আরও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘এই ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়ায় আমাদের দলের পূর্ণ সমর্থন রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি ট্রাইব্যুনালের জন্য লজিস্টিক সহায়তা বৃদ্ধি করার আহ্বান জানান এবং যাঁরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদেরকেও অভিযোগ করার আহ্বান জানান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাবুসহ অন্য আইনজীবীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলং শহরে তাঁকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। ভারত সরকার তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে। আদালতের রায়ে ২০১৮ সালে তিনি খালাস পান, কিন্তু আপিলের প্রক্রিয়ায় তিনি ভারতে আটকে থাকেন। অবশেষে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পাওয়ার পর দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়।
২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। তারপর ১১ আগস্ট দেশে ফিরে আসেন সালাহউদ্দিন আহমেদ।
আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। যাঁরা বয়কটের চেষ্টা করবেন, তাঁরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগেআয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। সেই হিসাব পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতের এই আয় বিএনপির তুলনায় দ্বিগুণ বেশি। ব্যয়ের দিক থেকে বেশি পাঁচগুণ।
১০ ঘণ্টা আগেনির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি চায় আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ বিষয়ে দলটির তরফ থেকে নির্বাচন কমিশন সচিবের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে।
১ দিন আগে‘এই ইশতেহারের মাধ্যমে বাংলাদেশের যুবশক্তি এগিয়ে যাবে, যুবকরা এগিয়ে যাবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব যুবককে একত্রিত করবে। দেশে নতুন যুব নেতৃত্ব তৈরি করবে’, কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে আসা মামুন হাসান। তাঁর মতো আরও অনেকেই এসেছেন জাতীয় যুবশক্তির সম্মেলনে।
২ দিন আগে