leadT1ad

ফেনীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশে চরমোনাই পীর

‘দৃশ্যমান বিচার, সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়’

স্ট্রিম প্রতিবেদকফেনী
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২৩: ০৪
ফেনীর সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সংগৃহীত ছবি

দেশের মানুষ এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই ভোট দিতে চায়। এ পদ্ধতিতে প্রতিটি ভোটার ও রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, আর ফ্যাসিবাদের কোনো সুযোগ থাকে না।

আজ বুধবার ( ২০ আগস্ট) ফেনী শহরের ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এমন মন্তব্য করেছেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দৃশ্যমান বিচার, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিকে চূড়ান্ত করেই নির্বাচন নিয়ে ভাবা সম্ভব। আজ ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে। আশা করছি ইসলামের পক্ষের লোকেরাই আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসবে।’

চরমোনাই পীর আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া দেশকে এখনো অস্থিতিশীল করে রেখেছে। কোনো অবস্থাতেই যেন আবার ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। তাঁর ভাষায়, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না। বরং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রেজাউল করিম প্রশ্ন তোলেন, ‘সংস্কার হয়নি, বিচার হয়নি, লেভেল প্লেয়িং মাঠ হয়নি—এই অবস্থায় কীভাবে নির্বাচন হবে?’ তিনি দাবি করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ বিজয় অর্জন করেছে, খুনিরা পালিয়েছে, এখন ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার সুযোগ এসেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়া বক্তব্য দেন ফেনীর স্থানীয় নেতারা।

Ad 300x250

সম্পর্কিত