leadT1ad

জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াতের নায়েবে আমির

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২০: ০২
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ‘সুনির্দিষ্ট নির্দেশনা’ এবং ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪ আহত- নিহতদের প্রাপ্তি নিয়ে নির্দিষ্ট বক্তব্য’ না থাকায় ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ’।

এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।’

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে, তার কোনো নির্দেশনা নেই।’

তিনি বলেন, ‘শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা নাই। যারা শহীদ হয়েছে এবং অংশগ্রহণ করছে তাদের জন্য জাতির পক্ষ থেকে দাবি ছিল যে, তাদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য, যেমনটা মুক্তিযুদ্ধে হয়েছে। তাদের জন্য ভাতার ঘোষণা আসছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলেছিল। এখানে এর কিছুই স্পষ্টভাবে উল্লেখ হয়নি, সেজন্য আমরা হতাশ।‘

জামায়াতের নির্বাহী কমিটির সভা শেষে বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান দলটির অন্যতম শীর্ষ এই নেতা।

Ad 300x250

সম্পর্কিত