নোয়াখালীর সেনবাগে কাঠের আসবাবপত্র তৈরির একটি কারখানায় আগুন লাগার পর তা আশপাশের ১১টি দোকান ও গোডাউন ছড়িয়ে পড়ে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে লাগা আগুন রবিবার (১০ আগস্ট) সকাল সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ডে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানাসহ ১১টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এ ছাড়া আরও ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (১০ আগস্ট) সকাল সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার রাত ১২টার দিকে সেবারহাটে একটি আসবাব তৈরির কারখানা থেকেই প্রথম আগুনের সূত্রপাত। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনের যন্ত্রাংশ, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগুনে ১১টি দোকান ও একটি ফার্নিচার কারখানা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আশপাশের আরও প্রায় ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. সাব্বির হোসেন বলেন, ‘পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিস্কার নয়, তদন্ত শেষে বলা যাবে।’
নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ডে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানাসহ ১১টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এ ছাড়া আরও ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (১০ আগস্ট) সকাল সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার রাত ১২টার দিকে সেবারহাটে একটি আসবাব তৈরির কারখানা থেকেই প্রথম আগুনের সূত্রপাত। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনের যন্ত্রাংশ, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগুনে ১১টি দোকান ও একটি ফার্নিচার কারখানা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আশপাশের আরও প্রায় ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. সাব্বির হোসেন বলেন, ‘পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিস্কার নয়, তদন্ত শেষে বলা যাবে।’
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে