জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি
বছর ঘুরে আবার এসেছে জুলাই। গত বছর এ মাসে কোটা সংস্কার আন্দোলন নতুন গতি পায়। ২ জুলাই থেকে আন্দোলনকারীদের কর্মসূচি তীব্র হতে থাকে। উত্তাল হতে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলো।
কৌরিত্র পোদ্দার তীর্থ
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ছিল—এমন একটি রায় গত বছরের ৫ জুন হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়। সেই রায়ের প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি মানতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর মধ্যে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১ জুলাই থেকে আন্দোলন বেগবান করেন তারা।সেদিনই প্রথম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হয়। ২ জুলাইও আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত ছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ দিন দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি মিছিল বের করা হয়। ক্যাম্পাস ঘুরে নীলক্ষেত মোড় হয়ে শাহবাগ এসে মিছিলটি থামে।
প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি। বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করেন।
তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ওই সমাবেশ থেকে ঘোষণা দেন, আগামীকালও দাবি আদায়ে মাঠে নামবেন তাঁরা। তিনি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানান, যাতে সবাই একই সময়ে একই ব্যানারে এই আন্দোলনে শামিল হন।
নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করেন বলেই বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন গড়ে তুলেছেন।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা
এ দিন কোটা সংস্কারের দাবিতে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৪টা থেকে শুরু করে ৪টা ২০ মিনিট নাগাদ এ অবরোধ চলে। এ সময় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরদিনও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধের আগে এ দিন বেলা ৩টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বেশ কিছু সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তাঁরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে মাঠে নামেন আন্দোলনকারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে থামে।
চলছিল শিক্ষক কর্মবিরতিও
গত বছরের ১ জুলাই অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে গিয়েছিলেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা। এ আন্দোলনের কারণে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সব কাজ বন্ধ ছিল। ২ জুলাইও কর্মবিরতি চলছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এ কর্মসূচিতে শামিল হন।
জুলাই স্মরণে আজ এনসিপির কর্মসূচি
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আয়োজন করেছে এনসিপি। গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে গাইবান্ধা হয়ে রংপুরে ফেরে এই পদযাত্রা। রাতে শহরের ডিসি মোড়ে এক সমাবেশের মধ্য দিয়ে গতকালের কর্মসূচি শেষ হয়।
আজ বুধবার (২ জুলাই) পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে যাবেন এনসিপির নেতাকর্মীরা। জেলার কলেজ মোড়ের বিজয় স্তম্ভ চত্বর থেকে এ পদযাত্রা শুরু হবে। পরে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে একটি পথসভা হওয়ার কথা রয়েছে।
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ছিল—এমন একটি রায় গত বছরের ৫ জুন হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়। সেই রায়ের প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি মানতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর মধ্যে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ১ জুলাই থেকে আন্দোলন বেগবান করেন তারা।সেদিনই প্রথম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে কর্মসূচি ঘোষণা করা হয়। ২ জুলাইও আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত ছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ দিন দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি মিছিল বের করা হয়। ক্যাম্পাস ঘুরে নীলক্ষেত মোড় হয়ে শাহবাগ এসে মিছিলটি থামে।
প্রায় এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বৈষম্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি। বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করেন।
তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ওই সমাবেশ থেকে ঘোষণা দেন, আগামীকালও দাবি আদায়ে মাঠে নামবেন তাঁরা। তিনি দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানান, যাতে সবাই একই সময়ে একই ব্যানারে এই আন্দোলনে শামিল হন।
নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করেন বলেই বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন গড়ে তুলেছেন।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাবি শিক্ষার্থীরা
এ দিন কোটা সংস্কারের দাবিতে ২০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৪টা থেকে শুরু করে ৪টা ২০ মিনিট নাগাদ এ অবরোধ চলে। এ সময় সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরদিনও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মহাসড়ক অবরোধের আগে এ দিন বেলা ৩টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সংশপ্তক ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বেশ কিছু সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তাঁরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে মাঠে নামেন আন্দোলনকারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে থামে।
চলছিল শিক্ষক কর্মবিরতিও
গত বছরের ১ জুলাই অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে গিয়েছিলেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা। এ আন্দোলনের কারণে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সব কাজ বন্ধ ছিল। ২ জুলাইও কর্মবিরতি চলছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এ কর্মসূচিতে শামিল হন।
জুলাই স্মরণে আজ এনসিপির কর্মসূচি
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আয়োজন করেছে এনসিপি। গতকাল মঙ্গলবার (১ জুলাই) সকালে রংপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে গাইবান্ধা হয়ে রংপুরে ফেরে এই পদযাত্রা। রাতে শহরের ডিসি মোড়ে এক সমাবেশের মধ্য দিয়ে গতকালের কর্মসূচি শেষ হয়।
আজ বুধবার (২ জুলাই) পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে যাবেন এনসিপির নেতাকর্মীরা। জেলার কলেজ মোড়ের বিজয় স্তম্ভ চত্বর থেকে এ পদযাত্রা শুরু হবে। পরে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে একটি পথসভা হওয়ার কথা রয়েছে।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
৯ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
৯ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
১০ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
১০ ঘণ্টা আগে