স্ট্রিম সংবাদদাতা
তিনজনই সৌদিপ্রবাসী। অন্তরঙ্গ বন্ধু। ছুটিতে দেশে এসেছিলেন। ১০-১৫ দিন পরে প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে মোটরসাইকেল নিয়ে তিনজন বেরিয়েছিলেন সীমান্ত এলাকায় ঘুরতে যেতে। গ্রামীণ পথে কারো মাথায় ছিল না হেলমেট। এ সময় বিপরীত দিক আরেকটি মোটরসাইকেলে আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন দুই বন্ধু। তাঁদেরও মাথায় ছিল না কোনো হেলমেট।
পথে দুটি মোটরসাইকেলের মধ্যে সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই আহত হন সবাই। এ সময় ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয় তাঁদের। এতে একই পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ বন্ধু। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হন।
রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে প্রবাসে ফেরার আগেই না-ফেরার দেশে পাড়ি দিলেন তিন বন্ধু। বাড়ি ফেরাও হলো না অপর দুই বন্ধুর। দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক-আরোহী কারো মাথায় হেলমেট ছিল না বলে দ্রুতই সবাই হতাহত হন বলে মনে করছেন পুলিশ সদস্যরা।
দুর্ঘটনায় নিহত তিন বন্ধু হলেন জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সুমন হোসেন (২৮), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তুহিন হাসান (২৮) ও একই গ্রামের লোকমান হোসেন (২৯)। তাঁরা সবাই সৌদি আরব প্রবাসী ছিলেন। তাঁদের মধ্যে লোকমান হোসেন মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন।
আরেক মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু হলেন জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের হোসেন আকরাম এবং আরোহী রংপুরের খামার মোহনা গ্রামের মো. মনিরুজ্জামান (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সরাইল উপজেলার বাড়িউড়া থেকে একটি মোটরসাইকেলে সুমনকে চালকের আসনে বসিয়ে লোকমান ও তুহিন বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চান্দুরা এলাকার উদ্দেশে রওনা দেন। অন্যদিকে চান্দুরা থেকে একটি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন আকরাম ও মনিরুজ্জামান।
ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
একই সময় সরাইল বিশ্বরোড মোড় থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থালেই পাঁচজন নিহত হন। তবে একজন উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।
সরাইল বাড়িউড়া গ্রামের লোকজন জানান, লোকমান, সুমন ও তুহিন কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ১৭ দিন আগে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে লোকমান বিয়ে করেছিলেন। ১০-১৫ দিনের মধ্যে তিনজনেরই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশারচালক ও যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত কারো মাথায় হেলমেট ছিল না। তাই দ্রুতই তাঁরা নিহত হয়েছেন বলে মনে করছেন ওসি।
তিনজনই সৌদিপ্রবাসী। অন্তরঙ্গ বন্ধু। ছুটিতে দেশে এসেছিলেন। ১০-১৫ দিন পরে প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে মোটরসাইকেল নিয়ে তিনজন বেরিয়েছিলেন সীমান্ত এলাকায় ঘুরতে যেতে। গ্রামীণ পথে কারো মাথায় ছিল না হেলমেট। এ সময় বিপরীত দিক আরেকটি মোটরসাইকেলে আত্মীয়বাড়ি থেকে ফিরছিলেন দুই বন্ধু। তাঁদেরও মাথায় ছিল না কোনো হেলমেট।
পথে দুটি মোটরসাইকেলের মধ্যে সঙ্গে সংঘর্ষ হয়। তাতেই আহত হন সবাই। এ সময় ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয় তাঁদের। এতে একই পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ বন্ধু। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হন।
রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে প্রবাসে ফেরার আগেই না-ফেরার দেশে পাড়ি দিলেন তিন বন্ধু। বাড়ি ফেরাও হলো না অপর দুই বন্ধুর। দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক-আরোহী কারো মাথায় হেলমেট ছিল না বলে দ্রুতই সবাই হতাহত হন বলে মনে করছেন পুলিশ সদস্যরা।
দুর্ঘটনায় নিহত তিন বন্ধু হলেন জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের সুমন হোসেন (২৮), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তুহিন হাসান (২৮) ও একই গ্রামের লোকমান হোসেন (২৯)। তাঁরা সবাই সৌদি আরব প্রবাসী ছিলেন। তাঁদের মধ্যে লোকমান হোসেন মাত্র ১৭ দিন আগে বিয়ে করেছেন।
আরেক মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু হলেন জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের হোসেন আকরাম এবং আরোহী রংপুরের খামার মোহনা গ্রামের মো. মনিরুজ্জামান (৩৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সরাইল উপজেলার বাড়িউড়া থেকে একটি মোটরসাইকেলে সুমনকে চালকের আসনে বসিয়ে লোকমান ও তুহিন বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী চান্দুরা এলাকার উদ্দেশে রওনা দেন। অন্যদিকে চান্দুরা থেকে একটি মোটরসাইকেলে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন আকরাম ও মনিরুজ্জামান।
ঢাকা–সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
একই সময় সরাইল বিশ্বরোড মোড় থেকে ছেড়ে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশা পেছন থেকে মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থালেই পাঁচজন নিহত হন। তবে একজন উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের উদ্ধার করে। তাদের কারো মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানান।
সরাইল বাড়িউড়া গ্রামের লোকজন জানান, লোকমান, সুমন ও তুহিন কয়েক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ১৭ দিন আগে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে লোকমান বিয়ে করেছিলেন। ১০-১৫ দিনের মধ্যে তিনজনেরই সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশারচালক ও যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত কারো মাথায় হেলমেট ছিল না। তাই দ্রুতই তাঁরা নিহত হয়েছেন বলে মনে করছেন ওসি।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে