স্ট্রিম প্রতিবেদক
বিশ্বের উন্নয়ন ভাবনায় আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উন্নয়ন ভাবনা হতে হবে কম প্রতিকূল, কম সম্পদকেন্দ্রিক এবং আরও প্রকৃতিকেন্দ্রিক। সহনশীলতা বাড়াতে হবে বাস্তুতন্ত্র ও স্থানীয় জনগণের মধ্যে’।
বুধবার ব্যাংককে অনুষ্ঠিত ‘মেঘনা নলেজ ফোরামে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ফোরামের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তনে সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের সহনশীলতা বৃদ্ধি’।
উন্নত দেশগুলোকে জলবায়ু দায়বদ্ধতা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তাদেরকে প্রকৃতিভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। এই সমাধান হতে হবে প্রকৃতি, নদী ও স্থানীয় জীবনের ওপর ভিত্তি করে। এটি শুধু পরিবেশ নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য।
বাংলাদেশ নদীর দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘নদী আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। শুধু জীবিকা নয়, আমাদের অস্তিত্বও নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
তবে নদীগুলোর বর্তমান অবস্থা নিয়ে তিনি উদ্বেগ জানান। দূষণ, দখল, বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে নদীগুলো বিপন্ন। হাওরের অবস্থা আরও সংকটাপন্ন—বিপর্যস্ত বাস্তুতন্ত্র, ক্রমবর্ধমান বন্যা ও জীববৈচিত্র্যের হুমকি যেন এই অনন্য জল-ভূমিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
নদীর অধিকারের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা নদীগুলোকে শুধু আমাদের প্রয়োজন পূরণের দৃষ্টিকোণ থেকে দেখি। কিন্তু নদীরও নিজস্ব অধিকার আছে। অনেক দেশ ইতিমধ্যে বিচারব্যবস্থার মাধ্যমে নদীর অধিকারকে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক ফোরামেও এটি নিয়ে আলোচনা হওয়া উচিত।’
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের চারটি প্রধান নদীর উৎস দেশ—নেপাল, ভারত ও চীন। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা ছাড়া উপায় নেই।
নদী প্রসঙ্গে আঞ্চলিক সংগঠন সার্কের নীরবতা নিয়ে হতাশার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘সার্ক এখনো নদী বিষয়টিকে দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে দেখে, যা আঞ্চলিক সহযোগিতার পথে বড় বাধা’।
রিজওয়ানা জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক নদী ও হ্রদ সুরক্ষা কনভেনশনে সম্পৃক্ত হয়েছে, যা পরিবেশ নেতৃত্বের দৃষ্টান্ত তৈরি করেছে।
দক্ষিণ এশিয়ার তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর সতর্কতা ও পরিবেশ-সংক্রান্ত তথ্যপ্রবাহ ব্যবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে তথ্যপ্রবাহ এবং আগাম সতর্কবার্তার অভাবেই হাওর ও মেঘনা অববাহিকার মানুষ বারবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিশ্বের উন্নয়ন ভাবনায় আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উন্নয়ন ভাবনা হতে হবে কম প্রতিকূল, কম সম্পদকেন্দ্রিক এবং আরও প্রকৃতিকেন্দ্রিক। সহনশীলতা বাড়াতে হবে বাস্তুতন্ত্র ও স্থানীয় জনগণের মধ্যে’।
বুধবার ব্যাংককে অনুষ্ঠিত ‘মেঘনা নলেজ ফোরামে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ফোরামের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু পরিবর্তনে সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের সহনশীলতা বৃদ্ধি’।
উন্নত দেশগুলোকে জলবায়ু দায়বদ্ধতা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তাদেরকে প্রকৃতিভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। এই সমাধান হতে হবে প্রকৃতি, নদী ও স্থানীয় জীবনের ওপর ভিত্তি করে। এটি শুধু পরিবেশ নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও অপরিহার্য।
বাংলাদেশ নদীর দেশ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘নদী আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। শুধু জীবিকা নয়, আমাদের অস্তিত্বও নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
তবে নদীগুলোর বর্তমান অবস্থা নিয়ে তিনি উদ্বেগ জানান। দূষণ, দখল, বালু উত্তোলন ও অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে নদীগুলো বিপন্ন। হাওরের অবস্থা আরও সংকটাপন্ন—বিপর্যস্ত বাস্তুতন্ত্র, ক্রমবর্ধমান বন্যা ও জীববৈচিত্র্যের হুমকি যেন এই অনন্য জল-ভূমিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
নদীর অধিকারের প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা নদীগুলোকে শুধু আমাদের প্রয়োজন পূরণের দৃষ্টিকোণ থেকে দেখি। কিন্তু নদীরও নিজস্ব অধিকার আছে। অনেক দেশ ইতিমধ্যে বিচারব্যবস্থার মাধ্যমে নদীর অধিকারকে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক ফোরামেও এটি নিয়ে আলোচনা হওয়া উচিত।’
রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের চারটি প্রধান নদীর উৎস দেশ—নেপাল, ভারত ও চীন। তাই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা ছাড়া উপায় নেই।
নদী প্রসঙ্গে আঞ্চলিক সংগঠন সার্কের নীরবতা নিয়ে হতাশার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘সার্ক এখনো নদী বিষয়টিকে দ্বিপাক্ষিক ইস্যু হিসেবে দেখে, যা আঞ্চলিক সহযোগিতার পথে বড় বাধা’।
রিজওয়ানা জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক নদী ও হ্রদ সুরক্ষা কনভেনশনে সম্পৃক্ত হয়েছে, যা পরিবেশ নেতৃত্বের দৃষ্টান্ত তৈরি করেছে।
দক্ষিণ এশিয়ার তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর সতর্কতা ও পরিবেশ-সংক্রান্ত তথ্যপ্রবাহ ব্যবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে তথ্যপ্রবাহ এবং আগাম সতর্কবার্তার অভাবেই হাওর ও মেঘনা অববাহিকার মানুষ বারবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৫ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৫ ঘণ্টা আগে