leadT1ad

পাটগ্রাম থানা থেকে আসামি ছিনতাই

বিএনপির নেতা-কর্মীসহ গ্রেপ্তার চার, আসামি সহস্রাধিক

পাটগ্রাম থানায় হামলা করে চাঁদাবাজির দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাঁদের মধ্যে উপজেলার পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম মানিক ও পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল ইসলামও আছেন।

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ৫০
পাটগ্রাম থানা। স্ট্রিম ছবি

লালমনিরহাটের পাটগ্রাম থানা থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হামলা জড়িতে সন্দেহে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে ‍পুলিশ।

বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে আসামিদেরর গ্রেপ্তার করে যৌথবাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম, বিএনপি কর্মী আবদুর রশিদ ও নৈশপ্রহরী আবুল কালাম।

এর আগে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানায় হামলা করে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় জানালার কাচ, আসবাবপত্র, ল্যাপটপ, কম্পিউটার, পুলিশের একটি গাড়িসহ সরকারি সম্পদ। এ সময় হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হন।

থানায় হামলার পর দিন বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক (ডিআইজি) আমিনুল ইসলাম, লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলামও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

এ দিকে ওই ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২ জুলাই) রাতে পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া বিএনপির সম্পৃক্ততা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে পাটগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

রাজীব প্রধান বলেন, ‘সেদিনের ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয়। এর সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। তারপরও যদি দলের কেউ জড়িত থাকে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা বিএনপি এরই মধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করেছে।’

বিষয়:

বিএনপি
Ad 300x250

সম্পর্কিত