হবিগঞ্জের ছবি ভাইরাল
‘মানবিক বিবেচনায়’ জাকির হোসেনকে কোলে নেওয়ার সুযোগ করে দেন কোর্ট পুলিশ সদস্যরা। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিসহ পরের দিন কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়।
স্ট্রিম সংবাদদাতা
হবিগঞ্জ আদালতের হাজতখানার ভেতরে শিশু সন্তান কোলে নিয়ে ছবি তুলেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরের দিন স্থানীয় কয়েকটি পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। তাঁরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক।
কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) আদালতে হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে হাজতখানায় রাখা হয়। এ সময় তাঁকে দেখতে সদ্যজাত সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে যান তাঁর স্ত্রী। জাকির তাঁর সন্তানকে কোলে নিতে দায়িত্বপ্রাপ্ত কোর্ট পুলিশ সদস্যদের কাছে আকুতি-মিনতি করেন। ‘মানবিক বিবেচনায়’ তাঁর সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেন তাঁরা। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে সন্তান কোলে হাজতখানায় দাঁড়িয়ে থাকা জাকির হোসেনের ছবিসহ পরের দিন কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে সেদিন দায়িত্বে থাকা পুলিশ সদস্য এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করা হয়।
চলতি বছরের ১৫ জানুয়ারি ছাত্রলীগের হবিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে ধরে সদর মডেল থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুুলিশ।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের মিছিলে গুলি করার মামলাটি করেন শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া। ওই মামলা গ্রেপ্তার দেখানোর পর থেকে কারাগারে রয়েছেন জাকির হোসেন।
হবিগঞ্জ আদালতের হাজতখানার ভেতরে শিশু সন্তান কোলে নিয়ে ছবি তুলেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। পরের দিন স্থানীয় কয়েকটি পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। তাঁরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক।
কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) আদালতে হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে হাজতখানায় রাখা হয়। এ সময় তাঁকে দেখতে সদ্যজাত সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে যান তাঁর স্ত্রী। জাকির তাঁর সন্তানকে কোলে নিতে দায়িত্বপ্রাপ্ত কোর্ট পুলিশ সদস্যদের কাছে আকুতি-মিনতি করেন। ‘মানবিক বিবেচনায়’ তাঁর সন্তানকে কোলে নেওয়ার সুযোগ করে দেন তাঁরা। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে সন্তান কোলে হাজতখানায় দাঁড়িয়ে থাকা জাকির হোসেনের ছবিসহ পরের দিন কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে সেদিন দায়িত্বে থাকা পুলিশ সদস্য এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করা হয়।
চলতি বছরের ১৫ জানুয়ারি ছাত্রলীগের হবিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে ধরে সদর মডেল থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুুলিশ।
এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর জুলাই আন্দোলনের মিছিলে গুলি করার মামলাটি করেন শহরতলীর আলমপুর গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া। ওই মামলা গ্রেপ্তার দেখানোর পর থেকে কারাগারে রয়েছেন জাকির হোসেন।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে