খুলনায় চরমোনাই পীর
স্ট্রিম প্রতিবেদক
দেশ গড়ার লক্ষ্যে তৈরি হওয়া ইসলামি শক্তির ঐক্যের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশ গঠনের সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্সের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশে আর কেউ যেন চাঁদাবাজ, খুনীর সহযোগী না হয়। ইসলামী আন্দোলন কখনো খুনি ও চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি।
সমাবেশ থেকে খুলনা অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বাংলাদেশের ইসলামি ও দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের এক মঞ্চে ঐক্যবদ্ধ করে তিনি অনন্য ইতিহাস তৈরি করেছেন।
দেশ গড়ার লক্ষ্যে তৈরি হওয়া ইসলামি শক্তির ঐক্যের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
আজ শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশ গঠনের সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে। সুযোগের সদ্ব্যবহার করতে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্সের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশে আর কেউ যেন চাঁদাবাজ, খুনীর সহযোগী না হয়। ইসলামী আন্দোলন কখনো খুনি ও চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি।
সমাবেশ থেকে খুলনা অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বাংলাদেশের ইসলামি ও দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের এক মঞ্চে ঐক্যবদ্ধ করে তিনি অনন্য ইতিহাস তৈরি করেছেন।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
২ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৩ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৩ ঘণ্টা আগে