স্ট্রিম প্রতিবেদক
গত তিন দিন ধরে চলা ভারী বৃষ্টিপাত গতকাল বুধবার থেকে থেমে যাওয়ায় বান্দরবানে সাঙ্গু নদীর পানি কিছুটা কমেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এর আগে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে ছিলেন এবং ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছিল। বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরলেও এখনো পুরোপুরি কমেনি পাহাড়ধসের শঙ্কা।
আজ বৃহস্পতিবার সকালে কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজার পরিবার। আর টানা বৃষ্টি থেমে গেলেও এই পরিবারগুলো এখনো চরম ঝুঁকিতে রয়েছে।
বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত সবকিছু মনিটরিং করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করেছি যাতে বিভিন্ন স্থানে পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা নিরাপদে সরে যেতে পারে।
তিনি আরো বলেন, জেলার ৭টি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কেউ এলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
গত তিন দিন ধরে চলা ভারী বৃষ্টিপাত গতকাল বুধবার থেকে থেমে যাওয়ায় বান্দরবানে সাঙ্গু নদীর পানি কিছুটা কমেছে। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এর আগে টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে ছিলেন এবং ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছিল। বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরলেও এখনো পুরোপুরি কমেনি পাহাড়ধসের শঙ্কা।
আজ বৃহস্পতিবার সকালে কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে কয়েক হাজার পরিবার। আর টানা বৃষ্টি থেমে গেলেও এই পরিবারগুলো এখনো চরম ঝুঁকিতে রয়েছে।
বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত সবকিছু মনিটরিং করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করেছি যাতে বিভিন্ন স্থানে পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীরা নিরাপদে সরে যেতে পারে।
তিনি আরো বলেন, জেলার ৭টি উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে কেউ এলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে