স্ট্রিম প্রতিবেদক
উত্তরার মাইলস্টোন কলেজের স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান তারেক রহমান। পাশাপাশি নিজ দলের নেতাকর্মীসহ সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বিকেল তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।
তিনি লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের শিক্ষা, বিকাশ ও কল্যাণ নিশ্চিত হওয়ার কথা—সেই জায়গায় এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া কোনো শিক্ষার্থীরই প্রাপ্য নয়। এই দুঃসময়েও আমি সেই তরুণ প্রাণগুলোর পাশে আছি, যাদের মনোবল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
তারেক রহমান লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য আমি গভীর প্রার্থনা করছি। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’
তিনি লিখেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’
উত্তরার মাইলস্টোন কলেজের স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান তারেক রহমান। পাশাপাশি নিজ দলের নেতাকর্মীসহ সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বিকেল তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।
তিনি লিখেছেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের শিক্ষা, বিকাশ ও কল্যাণ নিশ্চিত হওয়ার কথা—সেই জায়গায় এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া কোনো শিক্ষার্থীরই প্রাপ্য নয়। এই দুঃসময়েও আমি সেই তরুণ প্রাণগুলোর পাশে আছি, যাদের মনোবল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
তারেক রহমান লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণদের জন্য আমি গভীর প্রার্থনা করছি। পাশাপাশি বিএনপির সব নেতা, কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই—এই দুঃসময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই।’
তিনি লিখেন, ‘একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে।’
প্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
২২ মিনিট আগে২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
২ ঘণ্টা আগেদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
২ ঘণ্টা আগেফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
২ ঘণ্টা আগে