স্ট্রিম প্রতিবেদক
টানা বর্ষণে দেশের পার্বত্য জেলাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে পাহাড় ধসের আতঙ্ক।
গত দুই দিনের ভারী ও অতিভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহালছড়ি জেলা সড়ক এবং দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং, লম্বাছড়া এলাকার জেলা সড়ক পানিতে তলিয়ে গেছে।
আজ বুধবার (৯ জুলাই) দুপুর ২টা থেকে রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২১টি আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টি অব্যাহত থাকলে বৃহস্পতিবার সকালের মধ্যে কবাখালি বাজার এলাকা ডুবে যাবে, ফলে সাজেকের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
অন্যদিকে বান্দরবানে গত ৭ জুলাই থেকে প্রবল বৃষ্টিপাতে জেলা শহরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলো পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কিত। ইসলামপুর, হাফেজঘোনা, ক্যচিং ঘাটা, ছাইঙ্গ্যা, আর্মি পাড়া, বনরুপা, স্টেডিয়াম পাড়া, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের আশপাশের পাহাড়ি এলাকায় মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
গত ২৪ ঘণ্টায় (৯ জুলাই মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি চলে আসায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, এখনো কোনো দুর্ঘটনার খবর পাওয়া না গেলেও সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।
এদিকে রাঙামাটিতেও থেমে থেমে তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে এবং পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে। বুধবার বিকেল থেকে শহরে মাইকিং করছে তথ্য অফিস। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানিয়েছেন, সব ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।
এদিকে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ বসতি থেকে টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
টানা বর্ষণে দেশের পার্বত্য জেলাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে কয়েক দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে পাহাড় ধসের আতঙ্ক।
গত দুই দিনের ভারী ও অতিভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মহালছড়ি জেলা সড়ক এবং দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং, লম্বাছড়া এলাকার জেলা সড়ক পানিতে তলিয়ে গেছে।
আজ বুধবার (৯ জুলাই) দুপুর ২টা থেকে রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২১টি আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, টানা বৃষ্টি অব্যাহত থাকলে বৃহস্পতিবার সকালের মধ্যে কবাখালি বাজার এলাকা ডুবে যাবে, ফলে সাজেকের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
অন্যদিকে বান্দরবানে গত ৭ জুলাই থেকে প্রবল বৃষ্টিপাতে জেলা শহরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলো পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কিত। ইসলামপুর, হাফেজঘোনা, ক্যচিং ঘাটা, ছাইঙ্গ্যা, আর্মি পাড়া, বনরুপা, স্টেডিয়াম পাড়া, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের আশপাশের পাহাড়ি এলাকায় মানুষের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
গত ২৪ ঘণ্টায় (৯ জুলাই মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কিছু এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি চলে আসায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, এখনো কোনো দুর্ঘটনার খবর পাওয়া না গেলেও সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে।
এদিকে রাঙামাটিতেও থেমে থেমে তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে এবং পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছে। বুধবার বিকেল থেকে শহরে মাইকিং করছে তথ্য অফিস। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানিয়েছেন, সব ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।
এদিকে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ বসতি থেকে টেকসই পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
১ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
২ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
২ ঘণ্টা আগে