আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের বড়পোল এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শেষে রাজবাড়ী প্রেসক্লাব মোড়ে পথসভা করে দলটি। সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।
স্ট্রিম প্রতিবেদক
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজবাড়ীর ছাত্র-জনতা। তাঁরা জানান, এটা খুবই অমানবিক। মেনে নেওয়ার মতো না। তবে তাঁরা যে বেঁচে ফিরেছেন, এটাই আপাতত স্বস্তির বিষয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের বড়পোল এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শেষে রাজবাড়ী প্রেসক্লাব মোড়ে পথসভা করে দলটি। সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।
পথসভায় এসেছেন রাজবাড়ী জিলা স্কুলের এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে এই শিক্ষক বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশের ইতিহাসে যে অন্যায়, অত্যাচারের ঘটনা ঘটেছে, তা থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে এই তরুণেরা। এ জন্য তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এতে আমাদের কৌতূহলও অনেক বেশি। সেই কৌতূহল থেকে কৃতজ্ঞতা জানাতে সভায় এসেছি।’
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক স্ট্রিমকে বলেন, ‘তারা রাজবাড়ী এসেছে। তারা আমাদের মেহমান, আমরা মেজবান। তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। কিন্তু তাদের যত্ন করা আমাদের দায়িত্ব। গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা অমানবিক। মেনে নেওয়ার মতো নয়।’
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক সভাস্থলের শেষদিকে দাঁড়িয়ে শুনেছেন এনসিপি নেতাদের বক্তব্য। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা খুবই খুশি যে এই সাহসী সন্তানেরা রাজবাড়ী এসেছেন। তার চেয়ে বেশি খুশি, তাঁদের দেখতে পাচ্ছি বলে।’
গোপালগঞ্জ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘গোপালগঞ্জে পোস্টিং ছিল আমার। জীবনের বেশ কিছু সময় ওই জেলায় কেটেছে। গতকাল যে কাজটা তারা করেছে, সেটা অমানবিক। মাত্র কয়েকজন ছেলেপেলে গেছে গোপালগঞ্জ। তারা তো মারামারি করতে যায় নাই। নিজেদের কাজটা শেষ করে ওরা এমনিতেই চলে যেত।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়ে চলবে ২৯ জুলাই পর্যন্ত।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজবাড়ীর ছাত্র-জনতা। তাঁরা জানান, এটা খুবই অমানবিক। মেনে নেওয়ার মতো না। তবে তাঁরা যে বেঁচে ফিরেছেন, এটাই আপাতত স্বস্তির বিষয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের বড়পোল এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা শেষে রাজবাড়ী প্রেসক্লাব মোড়ে পথসভা করে দলটি। সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারাসহ স্থানীয় নেতারা।
পথসভায় এসেছেন রাজবাড়ী জিলা স্কুলের এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে এই শিক্ষক বলেন, ‘গত ৫৪ বছর ধরে দেশের ইতিহাসে যে অন্যায়, অত্যাচারের ঘটনা ঘটেছে, তা থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে এই তরুণেরা। এ জন্য তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এতে আমাদের কৌতূহলও অনেক বেশি। সেই কৌতূহল থেকে কৃতজ্ঞতা জানাতে সভায় এসেছি।’
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক স্ট্রিমকে বলেন, ‘তারা রাজবাড়ী এসেছে। তারা আমাদের মেহমান, আমরা মেজবান। তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। কিন্তু তাদের যত্ন করা আমাদের দায়িত্ব। গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা অমানবিক। মেনে নেওয়ার মতো নয়।’
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাজ্জাক সভাস্থলের শেষদিকে দাঁড়িয়ে শুনেছেন এনসিপি নেতাদের বক্তব্য। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমরা খুবই খুশি যে এই সাহসী সন্তানেরা রাজবাড়ী এসেছেন। তার চেয়ে বেশি খুশি, তাঁদের দেখতে পাচ্ছি বলে।’
গোপালগঞ্জ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘গোপালগঞ্জে পোস্টিং ছিল আমার। জীবনের বেশ কিছু সময় ওই জেলায় কেটেছে। গতকাল যে কাজটা তারা করেছে, সেটা অমানবিক। মাত্র কয়েকজন ছেলেপেলে গেছে গোপালগঞ্জ। তারা তো মারামারি করতে যায় নাই। নিজেদের কাজটা শেষ করে ওরা এমনিতেই চলে যেত।’
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়ে চলবে ২৯ জুলাই পর্যন্ত।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
২ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৩ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৩ ঘণ্টা আগে