leadT1ad

বনানীতে অটোরিকশার চালকদের সড়ক অবরোধ

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৭: ১১
বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

আজ রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দু্ই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাখালী জোনের এসি দেলোয়ার বলেন, সিএনজি চালকেরা কিছুদিন আগেও আন্দোলন করেছিলেন। আজও সকাল থেকে আন্দোলন শুরু করে। তাদের অবরোধের কারণে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে উত্তরা-মহাখালী রুটের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে যান চলাচলের জন্য বিকল্প রুটের নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ। ইনকামিং গাড়িগুলোকে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১-আমতলী অথবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে আউটগোয়িং গাড়িগুলোকে বিপরীত পথে ডাইভারশন দেওয়া হচ্ছে।

এছাড়া আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিল এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।

বিষয়:

অটোরিকশা
Ad 300x250

সম্পর্কিত