স্ট্রিম প্রতিবেদক
‘নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধানের দিকে যেতেই হবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। যদি সরকার মনে করে লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তাহলে তারা বড় ভুল করছে। আমরা শহীদ আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি—বাংলার প্রতিটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, শহরে আমরা পৌঁছাব। ৩ আগস্ট ঢাকায় প্রবেশ করব ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্মকে নিয়ে এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে ছাড়ব।’
রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক। নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করে এনসিপি। এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক।’
এনসিপির এই নেতা মনে করিয়ে দেন, ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন কেবল একটি ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল না—বরং সেটি ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের জন্য একটি গণ-আন্দোলন। ‘ঠিক এক বছর আগে, ১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল। সেই আন্দোলনে আবু সাঈদসহ হাজারো তরুণ, ছাত্র-জনতা শামিল হয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন দ্রুতই গণবিস্ফোরণে রূপ নেয় এবং ফ্যাসিবাদী সরকারের পতনের ভিত্তি তৈরি করে’, বলেন নাহিদ ইসলাম।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না।’
আবু সাঈদের পরিবারের সদস্যরা জানান, তাঁর শাহাদাত যেন একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র নির্মাণে পথ দেখায়। শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, ‘আমরা চাই সাঈদের রক্ত বৃথা না যাক। রাষ্ট্র যেন প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ আরও অনেকে।
পীরগঞ্জের কর্মসূচি শেষে এনসিপির নেতারা গাইবান্ধায় যান। সেখানে আরও পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
‘নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধানের দিকে যেতেই হবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। যদি সরকার মনে করে লাখো মানুষ ঘরে ফিরে গেছে, তাহলে তারা বড় ভুল করছে। আমরা শহীদ আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি—বাংলার প্রতিটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, শহরে আমরা পৌঁছাব। ৩ আগস্ট ঢাকায় প্রবেশ করব ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্মকে নিয়ে এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে ছাড়ব।’
রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক। নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করে এনসিপি। এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘রাষ্ট্র পুনর্গঠনের প্রয়োজনেই জুলাই পদযাত্রা। ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাদের কথা শুনব এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন তাদের কাছে পৌঁছে দেব। এই পদযাত্রা মূলত নতুন রাষ্ট্র নির্মাণের ডাক।’
এনসিপির এই নেতা মনে করিয়ে দেন, ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন কেবল একটি ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল না—বরং সেটি ছিল নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের জন্য একটি গণ-আন্দোলন। ‘ঠিক এক বছর আগে, ১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল। সেই আন্দোলনে আবু সাঈদসহ হাজারো তরুণ, ছাত্র-জনতা শামিল হয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এই আন্দোলন দ্রুতই গণবিস্ফোরণে রূপ নেয় এবং ফ্যাসিবাদী সরকারের পতনের ভিত্তি তৈরি করে’, বলেন নাহিদ ইসলাম।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায়বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না।’
আবু সাঈদের পরিবারের সদস্যরা জানান, তাঁর শাহাদাত যেন একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র নির্মাণে পথ দেখায়। শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, ‘আমরা চাই সাঈদের রক্ত বৃথা না যাক। রাষ্ট্র যেন প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ আরও অনেকে।
পীরগঞ্জের কর্মসূচি শেষে এনসিপির নেতারা গাইবান্ধায় যান। সেখানে আরও পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তি বাতিলের ঘোষণা এলেও সেটি বাস্তবায়ন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক সুবিধার নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগেছাত্রলীগের মতো ছাত্রশিবিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক সংগঠনগুলো দখল করে নিচ্ছে। নানা সমালোচনার পরও থাকবে ছাত্রদলের হল কমিটি। উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এসব জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেশুক্রবারের মধ্যে আন্দোলন বন্ধ না হলে শনিবার থেকে তাঁরা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শেবাচিম কর্মচারীদের সংগঠন।
৪ ঘণ্টা আগেবুধবার রাতেই সাড়ে ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে আগের অবস্থানে বিছিয়ে দেওয়া হয়েছে। আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাদাপাথরবাহী আরও ১৩০টিরও বেশি ট্রাক জব্দ করা হয়েছে। এই পাথরগুলোও আগের জায়গায় বিছিয়ে রাখা হবে।
৫ ঘণ্টা আগে