leadT1ad

কীর্তিমান মুর্তজা বশীর

মুর্তজা বশীর (১৭ আগস্ট ১৯৩২—১৫ আগস্ট ২০২০) বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের একজন। বিভিন্ন দেশেও তাঁর খ্যাতি রয়েছে। বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে বুঝতে হলে তাকে জানতেই হবে। তাঁর শিল্পের পাঠ ও রাজনীতির দীক্ষা ঠিক একই সময়। ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলনের আগুনে সারা দেশ জ্বলছিল । সেই আন্দোলনে তিনি যোগ দেন। মুর্তজা বশীরের বাবা ছিলেন বাঙালি সমাজের গর্বের প্রতীক বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। শিল্পী মুর্তজা বশীর সবসময়ই ছিলেন একজন গোছানো মানুষ। তিনি ছিলেন শিল্পী ও সংগ্রাহক। নিজ হাতে তোলা আলোকচিত্র, নিজের আঁকা ছবি ও আত্মপ্রতিকৃতি, ব্যবহৃত জিনিসপত্রসহ বহু দুর্লভ জিনিস পরম যত্নে সংরক্ষণ করেছেন তিনি। মুর্তজা বশীর ট্রাস্টের অধীনে থাকা শিল্পীর সেই সংগ্রহশালার একাংশের ছবি এখানে তুলে ধরা হলো।

আশরাফুল আলমঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৪: ৫২
শিল্পী মুর্তজা বশীরের বেশ কিছু আত্মপ্রতিকৃতি। ছবি: আশরাফুল আলম

শিল্পীর বিছানা

তাঁর সংগ্রহের মুদ্রা, স্ট্যাম্প ও পুঁথি

শিল্পীর ঘড়ি ও চশমা

ব্যবহৃত পাইপ ও সিগারেটের বাক্স

তাঁর মানিব্যাগ, আংটি, ব্রেসলট

শিল্পী মুর্তজা বশীরের আঁকা ছবি

তিনি পেয়েছেন নানা আন্তর্জাতিক পুরস্কার

তাঁর লেখা বেশ কিছু বই

শিল্পী মুর্তজা বশীর ও তাঁর পরিবারের আলোকচিত্র

Ad 300x250

সম্পর্কিত