মুর্তজা বশীর (১৭ আগস্ট ১৯৩২—১৫ আগস্ট ২০২০) বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের একজন। বিভিন্ন দেশেও তাঁর খ্যাতি রয়েছে। বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে বুঝতে হলে তাকে জানতেই হবে। তাঁর শিল্পের পাঠ ও রাজনীতির দীক্ষা ঠিক একই সময়। ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলনের আগুনে সারা দেশ জ্বলছিল । সেই আন্দোলনে তিনি যোগ দেন। মুর্তজা বশীরের বাবা ছিলেন বাঙালি সমাজের গর্বের প্রতীক বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। শিল্পী মুর্তজা বশীর সবসময়ই ছিলেন একজন গোছানো মানুষ। তিনি ছিলেন শিল্পী ও সংগ্রাহক। নিজ হাতে তোলা আলোকচিত্র, নিজের আঁকা ছবি ও আত্মপ্রতিকৃতি, ব্যবহৃত জিনিসপত্রসহ বহু দুর্লভ জিনিস পরম যত্নে সংরক্ষণ করেছেন তিনি। মুর্তজা বশীর ট্রাস্টের অধীনে থাকা শিল্পীর সেই সংগ্রহশালার একাংশের ছবি এখানে তুলে ধরা হলো।
আশরাফুল আলম
শিল্পীর বিছানা
তাঁর সংগ্রহের মুদ্রা, স্ট্যাম্প ও পুঁথি
শিল্পীর ঘড়ি ও চশমা
ব্যবহৃত পাইপ ও সিগারেটের বাক্স
তাঁর মানিব্যাগ, আংটি, ব্রেসলট
শিল্পী মুর্তজা বশীরের আঁকা ছবি
তিনি পেয়েছেন নানা আন্তর্জাতিক পুরস্কার
তাঁর লেখা বেশ কিছু বই
শিল্পী মুর্তজা বশীর ও তাঁর পরিবারের আলোকচিত্র
আজ শ্রীকৃষ্ণের জন্মতিথি। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে জন্মাষ্টমী উদ্যাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী র্যালি উদ্বোধনের পর নানা সাজে সেজেছেন
১ দিন আগে৫ আগস্ট ২০২৪। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতার বিজয় হয়। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে এবং নানা শ্লোগানের মাধ্যমে উল্লাস প্রকাশ করে। এ সময় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন ও সংসদ ভবনে প্রবেশ করে এবং উল্লাসে মেতে ওঠে।
১২ দিন আগেমানুষের ভোট দিতে না পারা, কথা বলতে না পারা, নিপীড়িত হওয়া—সব মিলিয়ে দীর্ঘ দিন ধরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার যেভাবে স্বৈরতান্ত্রিক বলয় তৈরি করে সবাইকে অপমানে অপমানে পিষ্ট করেছিল, ছাত্র-জনতার এ স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান ছিল তার বিরুদ্ধে নীরব কিন্তু তীব্র জবাব।
১২ দিন আগেআজ বিশ্ব বাঘ দিবস। সুন্দরবন বর্তমানে বাংলাদেশের বাঘের শেষ আশ্রয়স্থল। হরিণ বাঘের প্রধান খাদ্য। বাঘবিষয়ক গবেষকেরা বলেন, বাঘ শিকারের চেয়ে হরিণ শিকার বাঘের টিকে থাকার জন্য বিপজ্জনক। কারণ, পর্যাপ্ত খাবার না পেলে বাঘ দুর্বল হয়ে রোগ প্রতিরোধক্ষমতা হারাবে এবং বাঘ-মানুষের সংঘাত বাড়বে।
১৯ দিন আগে