তিব্বতের আকাশে এক ধর্মীয় বিশ্বাস শতাব্দীর পর শতাব্দী ধরে ভেসে বেড়াচ্ছে। একজন গুরু মারা গেলে তিনি আবার ফিরে আসেন, নতুন শিশুর দেহে। দালাই লামার টুলকু প্রথা কেবলই আধ্যাত্মিক নয়, তা এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। কীভাবে হয় এই পুনর্জন্ম? কেন এত গুরুত্বপূর্ণ এই জন্ম-মৃত্যুর চক্র?
রাতুল আল আহমেদ
তিব্বতি বৌদ্ধরা তাদের ধর্মের একটি বিশেষ ধারা অনুসরণ করে। সে ধারার নাম বজ্রযান। শান্তরক্ষিত বা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মত মহান ব্যক্তিদের হাত ধরে বাংলা অঞ্চল থেকে বজ্রযান মত প্রাচীনকালে আলো ছড়িয়েছিল তিব্বতে।
তিব্বতের বৌদ্ধরা এখনও মেনে চলে বৌদ্ধধর্মের এ ধারা। তবে তিব্বতে বৌদ্ধধর্ম বিস্তারের পরে তাতে নিজস্ব কিছু ঐতিহ্য যুক্ত হয়। তেমনই এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো ‘টুলকু’ প্রথা। তিব্বতি ভাষায় ‘টুলকু’ শব্দের অর্থ ‘পুনরায় জন্ম নেওয়া ব্যক্তি’।
তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস, একজন লামা (গুরু বা শিক্ষক) বা আধ্যাত্মিক নেতা মৃত্যুর পর আবার জন্ম নেন পৃথিবীতে।
‘বোধিসত্ত্বে’র ধারণা থেকে তিব্বতি বৌদ্ধদের মধ্যে এ বিশ্বাসের জন্ম। এ বিশ্বাস অনুসারে, বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর বোধিলাভের পর সংসারের দুঃখ থেকে মুক্তিলাভের পথ হিসেবে নির্বাণ গ্রহণ করতে যান। এমন সময় তিনি অবলোকন করেন জগতের সকলের দুঃখ। অনুধাবন করেন, সকলের দুঃখ নিবারণ না করে একাকী নির্বাণলাভে প্রকৃত মুক্তি নেই। তিনি সিদ্ধান্ত নেন, সকলের সঙ্গেই নির্বাণ গ্রহণ করবেন তিনি। সকলকে মুক্তির পথ দেখানোর জন্য বারবার পৃথিবীতে জন্ম নেওয়ার পণ করেন তিনি। বোধিপ্রাপ্ত এ সত্তাকেই বৌদ্ধধর্ম বলা হয় ‘বোধিসত্ত্ব’। সেখান থেকেই তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস পুণ্যবান লামাগণ এ পৃথিবীতে ফিরে আসবেন সকলকে মুক্তির পথ দেখাতে।
পুনরায় জন্মগ্রহণের এ পদ্ধতিকেই ‘টুলকু ব্যবস্থা’ বলে থাকে তিব্বতিরা।
টুলকু প্রথার সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছেন দালাই লামা। বর্তমান দালাই লামা, যাঁর নাম তেনজিং গ্যাৎসো, তিনি চতুর্দশ দালাই লামা নামে পরিচিত। অর্থাৎ এর আগে আরও তেরো বার এ পৃথিবীতে তিনি দালাই লামা হিসেবে জন্মগ্রহণ করেছেন।
দালাই লামা তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান নেতা হিসেবে বিবেচিত হন। বৌদ্ধ ধর্মে তাঁকে সহানুভূতি, করুণা ও শিক্ষার প্রধান বাহক মনে করা হয়। তিব্বতিরা বিশ্বাস করে দালাই লামা হলেন বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের মানব রূপ। ‘গ্যালওয়া গ্যাৎসো’ বা করুণার সাগর নামেই তাঁকে ডাকেন তিব্বতিরা।
যখন দালাই লামা বা অন্য কেউ পুনর্জন্ম নেন, তখন তাঁদের খুঁজে বের করার দায়িত্ব থাকে অন্যান্য উচ্চপর্যায়ের লামাদের ওপর। খুঁজে বের করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন তাঁরা।
টুলকু ব্যবস্থা কীভাবে কাজ করে তা বোঝার জন্য প্রথমে জানতে হবে, একজন টুলকুর মৃত্যুর পর কী হয়। মৃত্যুর পর ঐ এলাকার আধ্যাত্মিক গুরু ও লামারা পুনর্জন্মের সন্ধানে নামেন। তাঁরা অতিপ্রাকৃত চিহ্ন, স্বপ্ন, ভবিষ্যদ্বাণী এবং পূর্ববর্তী জীবনের নানা ইঙ্গিত খুঁজে বের করেন। কখনও কখনও তারা বিশেষ চিহ্ন দেখে কিংবা পূর্ববর্তী টুলকুর কোনো বস্তুর প্রতি শিশুর আকর্ষণ দেখে পুনর্জন্ম খুঁজে পান।
টুলকু খোঁজার পদ্ধতি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র। লামারা যেসব শিশুকে টুলকু বলে মনে করেন, তাদের বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। কয়েক বছর ধরেও চলতে পারে এ পরীক্ষা। যেখানে যার পুনর্জন্ম হিসেবে তাঁরা শিশুটিকে মনে করছেন, সেই টুলকুর ব্যক্তিগত জিনিসপত্র চিনতে পারা, বুদ্ধি ও আচরণের মিল খুঁজে দেখেন তাঁরা। এ ছাড়াও, শিশুর মধ্যে বিশেষ কিছু আধ্যাত্মিক গুণাবলি খোঁজা হয়। পারিবারিক ইতিহাসও যাচাই করা হয় এ প্রক্রিয়ায়। শিশুদের চিন্তার ধরন, ভাষা ও আচরণও খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়।
যখন কোনো শিশু এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়, ধর্মীয় কর্তৃপক্ষ তখন তাকে টুলকু হিসেবে স্বীকৃতি দেয়। এরপর সেই শিশুকে পাঠানো হয় বৌদ্ধধর্মের শিক্ষালাভের এক দীর্ঘ প্রশিক্ষণে। অনেক বছর ধরে চলা এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুটি একজন আধ্যাত্মিক নেতা হিসেবে গড়ে ওঠেন।
টুলকু পদ্ধতি প্রায় ৭শ বছরের পুরনো। তিব্বতে আধ্যাত্মিক নেতারা বুঝতে পেরেছিলেন যে তাদের শারীরিক জীবন সীমিত। ফলে তাদের শিষ্যদের পথ দেখানোর জন্য উত্তরাধিকারী নির্ধারণ করা জরুরি। পুনর্জন্মের এ প্রক্রিয়ার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়।
দালাই লামার পুনর্জন্মের প্রক্রিয়াও একই রকম। ১৪তম দালাই লামা জন্ম নেওয়ার আগেও পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর পর দীর্ঘদিন অনুসন্ধান চলেছিল। বিভিন্ন আধ্যাত্মিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও ভবিষ্যদ্বাণী অনুযায়ী ১৪তম দালাই লামাকে বেছে নেওয়া হয়।
২০১১ সালে মহাত্মা দালাই লামা একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে তাঁর পুনর্জন্মের বিষয়টি শুধু ঐতিহ্যের নিয়ম অনুসারে নির্ধারিত হবে। এর মধ্যে কোনো রাজনৈতিক বা বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন যে পরবর্তী দালাই লামার স্বীকৃতি দেওয়ার ক্ষমতা কেবল দালাই লামার প্রতিষ্ঠিত গানদেন ফোদরাং ট্রাস্ট এবং তার দপ্তরের হাতে থাকবে। অন্য কেউ এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে না।
দালাই লামার বক্তব্যের গভীর তাৎপর্য রয়েছে। কেননা সরাসরি চীনা সরকারের সম্ভাব্য হস্তক্ষেপের বিরোধিতা করে এই বক্তব্য। চীন দীর্ঘদিন ধরে তিব্বতের উপর রাজনৈতিক ও ধর্মীয় নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করে আসছে। তারা দাবি করে যে পরবর্তী দালাই লামাকে অবশ্যই চীনা সরকারের অনুমোদিত হতে হবে। কিন্তু দালাই লামার এই বক্তব্য চীনের সেই দাবিকে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, পুনর্জন্ম প্রক্রিয়াটি অবশ্যই বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও স্থানীয় সম্প্রদায়ের মতামতের উপর নির্ভরশীল হওয়া উচিত বলে নির্দেশ করে।
তিব্বতীদের জন্য এই টুলকু ব্যবস্থা কেবল আধ্যাত্মিক অথবা ধর্মীয় ব্যাপার নয়। তাদের জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি এ পুনর্জন্মের ব্যবস্থা। তারা তাই এই প্রথার রাজনৈতিক ব্যবহার বা হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করে। বিশ্বের বহু বৌদ্ধ ও মানবাধিকার সংগঠনও এই ব্যাপারে তিব্বতিদের পক্ষ নিয়েছে।
তিব্বতি বৌদ্ধরা তাদের ধর্মের একটি বিশেষ ধারা অনুসরণ করে। সে ধারার নাম বজ্রযান। শান্তরক্ষিত বা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মত মহান ব্যক্তিদের হাত ধরে বাংলা অঞ্চল থেকে বজ্রযান মত প্রাচীনকালে আলো ছড়িয়েছিল তিব্বতে।
তিব্বতের বৌদ্ধরা এখনও মেনে চলে বৌদ্ধধর্মের এ ধারা। তবে তিব্বতে বৌদ্ধধর্ম বিস্তারের পরে তাতে নিজস্ব কিছু ঐতিহ্য যুক্ত হয়। তেমনই এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো ‘টুলকু’ প্রথা। তিব্বতি ভাষায় ‘টুলকু’ শব্দের অর্থ ‘পুনরায় জন্ম নেওয়া ব্যক্তি’।
তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস, একজন লামা (গুরু বা শিক্ষক) বা আধ্যাত্মিক নেতা মৃত্যুর পর আবার জন্ম নেন পৃথিবীতে।
‘বোধিসত্ত্বে’র ধারণা থেকে তিব্বতি বৌদ্ধদের মধ্যে এ বিশ্বাসের জন্ম। এ বিশ্বাস অনুসারে, বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর বোধিলাভের পর সংসারের দুঃখ থেকে মুক্তিলাভের পথ হিসেবে নির্বাণ গ্রহণ করতে যান। এমন সময় তিনি অবলোকন করেন জগতের সকলের দুঃখ। অনুধাবন করেন, সকলের দুঃখ নিবারণ না করে একাকী নির্বাণলাভে প্রকৃত মুক্তি নেই। তিনি সিদ্ধান্ত নেন, সকলের সঙ্গেই নির্বাণ গ্রহণ করবেন তিনি। সকলকে মুক্তির পথ দেখানোর জন্য বারবার পৃথিবীতে জন্ম নেওয়ার পণ করেন তিনি। বোধিপ্রাপ্ত এ সত্তাকেই বৌদ্ধধর্ম বলা হয় ‘বোধিসত্ত্ব’। সেখান থেকেই তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস পুণ্যবান লামাগণ এ পৃথিবীতে ফিরে আসবেন সকলকে মুক্তির পথ দেখাতে।
পুনরায় জন্মগ্রহণের এ পদ্ধতিকেই ‘টুলকু ব্যবস্থা’ বলে থাকে তিব্বতিরা।
টুলকু প্রথার সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছেন দালাই লামা। বর্তমান দালাই লামা, যাঁর নাম তেনজিং গ্যাৎসো, তিনি চতুর্দশ দালাই লামা নামে পরিচিত। অর্থাৎ এর আগে আরও তেরো বার এ পৃথিবীতে তিনি দালাই লামা হিসেবে জন্মগ্রহণ করেছেন।
দালাই লামা তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান নেতা হিসেবে বিবেচিত হন। বৌদ্ধ ধর্মে তাঁকে সহানুভূতি, করুণা ও শিক্ষার প্রধান বাহক মনে করা হয়। তিব্বতিরা বিশ্বাস করে দালাই লামা হলেন বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের মানব রূপ। ‘গ্যালওয়া গ্যাৎসো’ বা করুণার সাগর নামেই তাঁকে ডাকেন তিব্বতিরা।
যখন দালাই লামা বা অন্য কেউ পুনর্জন্ম নেন, তখন তাঁদের খুঁজে বের করার দায়িত্ব থাকে অন্যান্য উচ্চপর্যায়ের লামাদের ওপর। খুঁজে বের করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন তাঁরা।
টুলকু ব্যবস্থা কীভাবে কাজ করে তা বোঝার জন্য প্রথমে জানতে হবে, একজন টুলকুর মৃত্যুর পর কী হয়। মৃত্যুর পর ঐ এলাকার আধ্যাত্মিক গুরু ও লামারা পুনর্জন্মের সন্ধানে নামেন। তাঁরা অতিপ্রাকৃত চিহ্ন, স্বপ্ন, ভবিষ্যদ্বাণী এবং পূর্ববর্তী জীবনের নানা ইঙ্গিত খুঁজে বের করেন। কখনও কখনও তারা বিশেষ চিহ্ন দেখে কিংবা পূর্ববর্তী টুলকুর কোনো বস্তুর প্রতি শিশুর আকর্ষণ দেখে পুনর্জন্ম খুঁজে পান।
টুলকু খোঁজার পদ্ধতি অত্যন্ত সংবেদনশীল ও পবিত্র। লামারা যেসব শিশুকে টুলকু বলে মনে করেন, তাদের বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। কয়েক বছর ধরেও চলতে পারে এ পরীক্ষা। যেখানে যার পুনর্জন্ম হিসেবে তাঁরা শিশুটিকে মনে করছেন, সেই টুলকুর ব্যক্তিগত জিনিসপত্র চিনতে পারা, বুদ্ধি ও আচরণের মিল খুঁজে দেখেন তাঁরা। এ ছাড়াও, শিশুর মধ্যে বিশেষ কিছু আধ্যাত্মিক গুণাবলি খোঁজা হয়। পারিবারিক ইতিহাসও যাচাই করা হয় এ প্রক্রিয়ায়। শিশুদের চিন্তার ধরন, ভাষা ও আচরণও খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়।
যখন কোনো শিশু এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়, ধর্মীয় কর্তৃপক্ষ তখন তাকে টুলকু হিসেবে স্বীকৃতি দেয়। এরপর সেই শিশুকে পাঠানো হয় বৌদ্ধধর্মের শিক্ষালাভের এক দীর্ঘ প্রশিক্ষণে। অনেক বছর ধরে চলা এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুটি একজন আধ্যাত্মিক নেতা হিসেবে গড়ে ওঠেন।
টুলকু পদ্ধতি প্রায় ৭শ বছরের পুরনো। তিব্বতে আধ্যাত্মিক নেতারা বুঝতে পেরেছিলেন যে তাদের শারীরিক জীবন সীমিত। ফলে তাদের শিষ্যদের পথ দেখানোর জন্য উত্তরাধিকারী নির্ধারণ করা জরুরি। পুনর্জন্মের এ প্রক্রিয়ার মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়।
দালাই লামার পুনর্জন্মের প্রক্রিয়াও একই রকম। ১৪তম দালাই লামা জন্ম নেওয়ার আগেও পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর পর দীর্ঘদিন অনুসন্ধান চলেছিল। বিভিন্ন আধ্যাত্মিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও ভবিষ্যদ্বাণী অনুযায়ী ১৪তম দালাই লামাকে বেছে নেওয়া হয়।
২০১১ সালে মহাত্মা দালাই লামা একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে তাঁর পুনর্জন্মের বিষয়টি শুধু ঐতিহ্যের নিয়ম অনুসারে নির্ধারিত হবে। এর মধ্যে কোনো রাজনৈতিক বা বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছিলেন তিনি। তিনি জোর দিয়ে বলেছেন যে পরবর্তী দালাই লামার স্বীকৃতি দেওয়ার ক্ষমতা কেবল দালাই লামার প্রতিষ্ঠিত গানদেন ফোদরাং ট্রাস্ট এবং তার দপ্তরের হাতে থাকবে। অন্য কেউ এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাখে না।
দালাই লামার বক্তব্যের গভীর তাৎপর্য রয়েছে। কেননা সরাসরি চীনা সরকারের সম্ভাব্য হস্তক্ষেপের বিরোধিতা করে এই বক্তব্য। চীন দীর্ঘদিন ধরে তিব্বতের উপর রাজনৈতিক ও ধর্মীয় নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করে আসছে। তারা দাবি করে যে পরবর্তী দালাই লামাকে অবশ্যই চীনা সরকারের অনুমোদিত হতে হবে। কিন্তু দালাই লামার এই বক্তব্য চীনের সেই দাবিকে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, পুনর্জন্ম প্রক্রিয়াটি অবশ্যই বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও স্থানীয় সম্প্রদায়ের মতামতের উপর নির্ভরশীল হওয়া উচিত বলে নির্দেশ করে।
তিব্বতীদের জন্য এই টুলকু ব্যবস্থা কেবল আধ্যাত্মিক অথবা ধর্মীয় ব্যাপার নয়। তাদের জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি এ পুনর্জন্মের ব্যবস্থা। তারা তাই এই প্রথার রাজনৈতিক ব্যবহার বা হস্তক্ষেপকে প্রত্যাখ্যান করে। বিশ্বের বহু বৌদ্ধ ও মানবাধিকার সংগঠনও এই ব্যাপারে তিব্বতিদের পক্ষ নিয়েছে।
ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বসবে পরাশক্তি দুই দেশ। কিন্তু স্থান হিসেবে ট্রাম্প কেন আলাস্কাকেই বেছে নিলেন?
১১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় যান। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই সফরের মূল লক্ষ্য অভিবাসন সহজ করা এবং বিনিয়োগ নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা।
১ দিন আগেগত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় ভারত। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছিল।
২ দিন আগেভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ছিলেন প্রভাবশালী এক চরিত্র। বাবা জওহরলাল নেহেরুর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন ‘প্রিয়দর্শিনী’ ইন্দিরা। ভারতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে রাজনীতির জীবন শুরু করে টানা ১১ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
৩ দিন আগে