টুলকু প্রথা অনুসারে দালাই লামা বারবার জন্ম নেন পৃথিবীতে। কিন্তু এই ধর্মীয় বিশ্বাস আজ রাজনৈতিক টানাপোড়েনে। কে ঠিক করবেন পরবর্তী দালাই লামা—চীন, না বৌদ্ধ সম্প্রদায়? জানুন এর আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রেক্ষাপট।
দালাই লামার এই ঘোষণা নিশ্চিত করেছে, ৬০০ বছরের আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রথা তিব্বতী পদ্ধতিতেই চলবে। তিনি বলেন, তাঁর ভবিষ্যত পুনর্জন্ম ঠিক করবে তাঁর প্রতিষ্ঠিত ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’।