গত এক মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় ১০ বছরের কম বয়সী অন্তত সাতজন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এগুলোর মধ্যে যে সব ঘটনা গণমাধ্যমে এসেছে, তাতে জানা গেছে যে অভিযুক্তদের অধিকাংশই শিশুদের পরিচিতজন। কেউ প্রতিবেশী, কেউবা নিকটাত্মীয়।
জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ।
ঝিনাইদহ ও নোয়াখালীতে ধর্ষণের পৃথক ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহে এক কিশোরী ও নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গত ছয় মাসে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ৯টি ঘটনা তাদের নজরে এসেছে। এ সব ঘটনার খবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে সেগুলোর মামলা হয়েছে পর্নোগ্রাফি আইনে।