leadT1ad

রুস্তমের স্বগতোক্তি; শামসুর রাহমানের প্রয়াণ দিবসে স্মরণ

স্ট্রিম মাল্টিমিডিয়াঢাকা

পিতার হাতে খুন হয়েছিল দুর্ভাগা এক পুত্র! পিতা জানতেন না, যুদ্ধের ময়দানে যাকে খুন করছেন সে-ই তাঁর পুত্র! পারস্য তথা বর্তমান ইরান থেকে আসা এক মর্মন্তুদ অখ্যান হলো সোহরাব-রুস্তমের গল্প। সোহরাব রুস্তমের এই কাহিনি আপনারা জানেন। কিন্তু আপনি কি জানেন, সোহরার-রুস্তমের মর্মান্তিক বেদনা নিয়ে বাংলাদেশের কবি শামসুর রাহমান লিখেছিলেন অসাধারণ এক কবিতা। এই কবিতায় উঠে এসেছে ইরানি ঐতিহ্যের এমন এক অখ্যান, যার সঙ্গে আমরা খুবই পরিচিত।

শামসুর রাহমানের প্রয়াণ দিবসে শুনুন তাঁর সেই বিষাদঘন কবিতা। 'ইকারুসের আকাশ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই কবিতায় খুনি পিতা রুস্তমের জবানিতে উঠে এসেছে রক্ত আর অশ্রুর গাঁথা।

Ad 300x250

সম্পর্কিত