স্ট্রিম প্রতিবেদক
'একটি নতুন যুদ্ধ, নতুন লড়াই শুরু হয়েছে। এই লড়াই নতুন বাংলাদেশ নির্মাণের। অনেকে অনেক কথা বলছেন, উল্টো কথা বলছেন। আমরা সেদিকে কান দেব না। নিজেদের কাজের দিকে এগিয়ে যাব।'
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে যা-ই বলুক, বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। তাঁরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিল। ঠিক একইভাবে তারা তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন। তারা অপেক্ষা করছেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন, আমাদের নেতৃত্ব দেবেন। তিনি অতিদ্রুত দেশে ফিরে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচার হাসিনা যেন ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন রাজনৈতিকভাবে তাদের নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট, ব্যাংক লুট, চাঁদাবাজি, মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কোন আপস নয়। তাদের সামনে আসতে দেব না।’
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমারাই তো লড়াই করেছ, গুলির মুখে দাঁড়িয়েছ। নতুন বাংলাদেশ তৈরি করতে হবে, সেই বোধটা নিয়ে আসো।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে-বোন বলেছে, গণভবনের দিকে লাখ লাখ মানুষ চলে এসেছে। বাঁচতে চাইলে এই মুহূর্তে পালিয়ে যাও। তা নাহলে জনগণ কী করবে তা কেউ বলতে পারে না। এটাই হয় সব ফ্যাসিস্টের পরিণতি।’
মির্জা ফখরুল বলেন, ‘যারা অন্যায় করে, মানুষের সাথে বেইমানি করে, বোকা বানাতে চাই, লুটপাট করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে, পালিয়ে যেতে হয়।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আর সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান।
'একটি নতুন যুদ্ধ, নতুন লড়াই শুরু হয়েছে। এই লড়াই নতুন বাংলাদেশ নির্মাণের। অনেকে অনেক কথা বলছেন, উল্টো কথা বলছেন। আমরা সেদিকে কান দেব না। নিজেদের কাজের দিকে এগিয়ে যাব।'
শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে যা-ই বলুক, বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। তাঁরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিল। ঠিক একইভাবে তারা তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন। তারা অপেক্ষা করছেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন, আমাদের নেতৃত্ব দেবেন। তিনি অতিদ্রুত দেশে ফিরে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বৈরাচার হাসিনা যেন ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন রাজনৈতিকভাবে তাদের নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট, ব্যাংক লুট, চাঁদাবাজি, মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে কোন আপস নয়। তাদের সামনে আসতে দেব না।’
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমারাই তো লড়াই করেছ, গুলির মুখে দাঁড়িয়েছ। নতুন বাংলাদেশ তৈরি করতে হবে, সেই বোধটা নিয়ে আসো।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে-বোন বলেছে, গণভবনের দিকে লাখ লাখ মানুষ চলে এসেছে। বাঁচতে চাইলে এই মুহূর্তে পালিয়ে যাও। তা নাহলে জনগণ কী করবে তা কেউ বলতে পারে না। এটাই হয় সব ফ্যাসিস্টের পরিণতি।’
মির্জা ফখরুল বলেন, ‘যারা অন্যায় করে, মানুষের সাথে বেইমানি করে, বোকা বানাতে চাই, লুটপাট করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে, পালিয়ে যেতে হয়।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আর সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান।
আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। সেই হিসাব পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জামায়াতের এই আয় বিএনপির তুলনায় দ্বিগুণ বেশি। ব্যয়ের দিক থেকে বেশি পাঁচগুণ।
৪ ঘণ্টা আগেনির্বাচন কমিশনের (ইসি) স্বীকৃতি চায় আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এ বিষয়ে দলটির তরফ থেকে নির্বাচন কমিশন সচিবের কাছে একটি চিঠিও দেওয়া হয়েছে।
১ দিন আগে‘এই ইশতেহারের মাধ্যমে বাংলাদেশের যুবশক্তি এগিয়ে যাবে, যুবকরা এগিয়ে যাবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব যুবককে একত্রিত করবে। দেশে নতুন যুব নেতৃত্ব তৈরি করবে’, কথাগুলো বলছিলেন গাজীপুর থেকে আসা মামুন হাসান। তাঁর মতো আরও অনেকেই এসেছেন জাতীয় যুবশক্তির সম্মেলনে।
২ দিন আগেবিবৃতিতে সামাজিক প্রতিরোধ কমিটি সব রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইস্যুতে সকল রাজনৈতিকদল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
২ দিন আগে