ডাকসু নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধার দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি আবাসিক হলে সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
আজ সোমবার ( ১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সাংগঠনিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন। এর ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে একদল শিক্ষার্থী ‘প্রশাসনের ভূমিকায়’ আচরণ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেয়।
গণেশ চন্দ্র আরও অভিযোগ করেন, ‘উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা ভুক্তভোগীদের অনুরোধ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা এবং নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি আজ স্পষ্টভাবে প্রমাণিত হলো।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরও বিভিন্ন হলে ছাত্রলীগের অপরাধীরা অবস্থান করছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং কিছু গুপ্ত সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে মব পরিস্থিতি তৈরি করছে। আজ ছাত্রদলের নেতাকর্মীদের মনোনয়নপত্র নিতে বাধা দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান অভিযোগ করে বলেন, ‘হলে গণতান্ত্রিক পরিবেশ নেই। বিকেল ৩টা ৫৫ মিনিটে আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র নিতে গেলে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে কিছু লোক আমাদের বাধা দেয়। পরে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তারা মব তৈরি করে আমাদের ফরম নিতে দেয়নি, এমনকি শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
এদিকে, ছাত্রদলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ. কে. এম. নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধার দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি আবাসিক হলে সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
আজ সোমবার ( ১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সাংগঠনিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন। এর ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে একদল শিক্ষার্থী ‘প্রশাসনের ভূমিকায়’ আচরণ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেয়।
গণেশ চন্দ্র আরও অভিযোগ করেন, ‘উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা ভুক্তভোগীদের অনুরোধ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা এবং নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি আজ স্পষ্টভাবে প্রমাণিত হলো।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরও বিভিন্ন হলে ছাত্রলীগের অপরাধীরা অবস্থান করছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং কিছু গুপ্ত সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে মব পরিস্থিতি তৈরি করছে। আজ ছাত্রদলের নেতাকর্মীদের মনোনয়নপত্র নিতে বাধা দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান অভিযোগ করে বলেন, ‘হলে গণতান্ত্রিক পরিবেশ নেই। বিকেল ৩টা ৫৫ মিনিটে আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র নিতে গেলে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে কিছু লোক আমাদের বাধা দেয়। পরে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তারা মব তৈরি করে আমাদের ফরম নিতে দেয়নি, এমনকি শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
এদিকে, ছাত্রদলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ. কে. এম. নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের জন্য একদিন করে সময় বৃদ্ধি করা হয়েছে।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যাতে কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।‘
১ ঘণ্টা আগেসম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে, শেখ মুজিবুর রহমানের স্মৃতিকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখক তিনি নন, এটি লিখেছেন পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আইজিপি হওয়ার জন্যই তিনি এই বই সংকলন করেন এবং এতে তাঁর সঙ্গে আরও ১২৩ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে পুলিশের বরাতে খবরগুলোতে...
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিবেশের প্রতি সদয় না হলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য সম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে না। প্রকৃতির প্রতি নির্দয় আচরণ অব্যাহত থাকলে একদিন মাছও আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে।’
২ ঘণ্টা আগে