leadT1ad

পুলিশের হাতে থাকছে না মারণাস্ত্র

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৫: ২৪

পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না। কেবল এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কাছে মারণাস্ত্র থাকবে। পুলিশ সদস্যরা সব মারণাস্ত্র জমা দেবেন।    

১২ মে সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ সদস্যরা কোন ধরনের অস্ত্র সঙ্গে রাখবেন, সেগুলোর ব্যবহারবিধি কী হবে, তা ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তবে কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করে কিছু জানাননি।  

বলা দরকার, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার দাবি ওঠে। 

এ সভায় পুলিশের পাশাপাশি র‍্যাবের পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবের নাম-পোশাক পরিবর্তন হবে কি না, বাহিনীর পুনর্গঠন কীভাবে হবে- এসব বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। 

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত