leadT1ad

পুতিনের পর এবার জেলেনস্কির সঙ্গে বসছেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬: ৫০
ভলোদিমির জেলেনস্কি। আল-জাজিরা থেকে নেওয়া ছবি

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে,ট্রাম্প আলাস্কায় ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আলাস্কায় শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সোমবার ওয়াশিংটনে দেখা করে হত্যাকাণ্ড বন্ধ, যুদ্ধের সমাপ্তিসহ সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ,’ বলেন জেলেনস্কি।

বলা হচ্ছে, ট্রাম্প এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন জেলেনস্কি, স্যার কেয়ার স্টারমার, ইমানুয়েল মাখোঁ, ফ্রিডরিখ ম্যার্জ, ন্যাটো নেতা মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পুতিন এবং তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা শেষে ট্রাম্প ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে পারেননি।

তবে পুতিনের সঙ্গে বৈঠকের আগে থেকেই ট্রাম্প জানান, চুক্তি করতে জেলেনস্কির সঙ্গেও বৈঠক করতে হবে তাদের।

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্প ও পুতিনসহ একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠককে স্বাগত জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি। এই বৈঠকে সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব। সেজন্য ত্রিপক্ষীয় বৈঠক সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

Ad 300x250

সম্পর্কিত