মতিঝিলের পরিচিত ভবন সিটি সেন্টার। বিশাল এই ভবনের নিচে জড়ো হয়েছেন বেশ কিছু মানুষ। তাঁদের চেহারায় চিন্তার ছাপ। খোঁজ নিয়ে জানা গেল, তাঁরা সবাই বিভিন্ন এজেন্সির মালিক। ফ্লাইট এক্সপার্টের সঙ্গে ব্যবসা করতেন।
দেশের জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের ফেসবুক পেজ সচল থাকলেও বন্ধ দেখাচ্ছে ওয়েবসাইট। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। সবশেষ শনিবার সন্ধ্যা সাতটায় বাংলা স্ট্রিম ফ্লাইট এক্সপার্টের হটলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে, তা বন্ধ দেখায়।