জুজুবী একটি ছোট কাঁটাযুক্ত গাছ। এর ফলকে জুজুবী বা চাইনিজ খেজুর বলা হয়। খেজুর না জুজুবী সেই কৌতুহল থেকে তিনবছর আগে চীন থেকে কাটিং নিয়ে আসেন বগুড়ার তরুণ কৃষি উদ্যোক্তা রেজোয়ানুল ইসলাম।
আজকাল বাজারে গেলে মৌসুমের মাঝামাঝি আর শেষ দিকের আমের দেখা মেলে। চারপাশে ভ্যানে ভ্যানে বিক্রি হচ্ছে সুগন্ধে ভরা এসব আম। কিন্তু জানেন কী, জুলাই মাসে বাজারে কোন কোন আম পাওয়া যায়? আর সেগুলো চিনবেন-ই বা কীভাবে!