রাজনীতি নয়, ব্যক্তিগত বিরোধেই এই নৃশংসতা—ডিএমপি
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেটের সামনের জনাকীর্ণ সড়কে খুন হন ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)।
চলতি বছরে অপরাধের মাত্রা বেড়েছে বলে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। তবে পরিসংখ্যান সংবাদমাধ্যমগুলোর এমন দাবি পুরোপুরি সমর্থন করে না।
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: সরেজমিন
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে ‘সেই ঘটনাস্থলে’ আজ রোববার (১৩ জুলাই) সরেজমিন গিয়ে দেখা গেল, একটি পাথর ঘিরে কিছু মানুষের জটলা। দর্শনার্থীরা ভিড় করে পাথরটি দেখছেন এবং ছবি তুলে নিয়ে যাচ্ছেন।