leadT1ad

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য শাহানা হানিফের বিশেষ সাক্ষাৎকার

স্ট্রিম মাল্টিমিডিয়ানিউ ইয়র্ক

শাহানা হানিফের নাম শুনেছেন! নিউ ইয়র্কের ইতিহাসের প্রথম মুসলিম নারী সিটি কাউন্সিলর তিনি। শুধু তাই নয়, শাহানা একইসাথে একজন বাংলাদেশি-আমেরিকান। তিনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে এনওয়াইসি গর্ভপাত অধিকার আইন, সার্বজনীন কার্বসাইড কম্পোস্টিং এবং শ্রমিক অধিকার বিল। ঢাকা স্ট্রিম-এর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে শাহানা জানিয়েছেন, তাঁর এই যাত্রাপথের খুচরো কথা। কীভাবে একজন কমিউনিটি সংগঠক থেকে তিনি হয়ে উঠলেন নিউইয়র্কের অন্যতম একজন আইনপ্রণেতা!

Ad 300x250

সম্পর্কিত