leadT1ad

যে কারণে অবহেলিত ছিলেন এস এম সুলতান

স্ট্রিম মাল্টিমিডিয়াঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

গ্রামীণ জীবন ও সংগ্রাম দেখা সুলতান ছোটবেলা থেকেই চিত্রা নদীর পাড়ে আঁকেন কৃষক-কৃষাণীর শরীরের গঠন, গরু, মহিষ, নৌকা, আর প্রাকৃতিক সৌন্দর্য। কৃষকদের তিনি নায়ক মনে করতেন। তাই এস এম সুলতানের চিত্রকর্মে পেশী সর্বাধিক গুরুত্ব পেয়েছিল। সেই সময়ের প্রথম এশিয়ান শিল্পীদের একজন, যিনি পশ্চিমা প্রভাব বা উপনিবেশিক রেফারেন্স ছাড়াই আন্তর্জাতিক প্রদর্শনীতে জায়গা করে নেন। আন্তর্জাতিক খ্যাতি থাকলেও বাংলাদেশে এস এম সুলতান ছিলেন অবহেলিত। এস. এম. সুলতানের শিল্পকর্ম, জীবন -দর্শন নিয়ে দেশ -বিদেশে বেশ কয়েকজন গবেষক, শিল্পসমালোচক, কিউরেটর ও সাংস্কৃতিক গোষ্ঠী কাজ করে যাচ্ছেন। এই কিংবদন্তির জন্মদিনে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই।

Ad 300x250

সম্পর্কিত