আন্দোলকর্মীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন। শুক্রবার বেলা ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা সড়ক দখল করেছিলেন।
স্ট্রিম সংবাদদাতা
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলকারীরা। এই দাবিতে চলা কর্মসূচির দ্বাদশতম দিনে শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে বরিশাল শহর ও মহাসড়কে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ ও কনটেন্ট ক্রিয়েটররা যোগ দেন। তাঁদেরও স্বাস্থ্যখাত সংস্কারের বিভিন্ন শ্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
শুক্রবার নথুল্লাবাদ মহাসড়কেই জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনকর্মীরা। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন। এ দিন বেলা ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা সড়ক দখল করেছিলেন।
আন্দোলনকারীদের একজন সাব্বির হোসেন বলেন, ‘সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না। সেখানে গেলে তাদের নানা উপায়ে হয়রানি করা হয়। ডাক্তাররা স্লিপ ধরিয়ে দেন, যেন তাঁদের পরিচালিত ক্লিনিকে রোগীরা যান। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম অকেজো করে রাখা হয়। অ্যাম্বুলেন্স সেবা পান না। অথচ হাসপাতালের চিকিৎসক, কর্মচারীদের বেতন হয় জনগণের টাকায়। পুরো হাসপাতাল চলে জনগণের টাকায় অথচ সেখানে জনগণ সেবা পান না।
সাব্বির বলেন, ‘আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো আশ্বাসে নয়, জনগণের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আন্দোলনরত আরেক কর্মী ফয়সাল হোসেন বলেন, ‘আন্দোলনের কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই আন্দোলন শুধু আমাদের জন্য না, এই অঞ্চলের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, তাই সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেছে।’
সংগঠক মহিউদ্দিন রণি বলেন, ‘কোনো আশ্বাসে কাজ হবে না, স্বাস্থ্য উপদেষ্টার নিজে এসে চিকিৎসা খাতের সমস্যার সমাধান করতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাউকে হেলাফেলা করতে দেওয়া হবে না। যতক্ষণে আমাদের দাবি আদায় না হবে, স্বাস্থ্যখাতের সংস্কার না হবে, ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না।’
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, ‘নথুল্লাবাদ এলাকায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা উপস্থিত রয়েছি। জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকর্মীদের বিবেচনা করার অনুরোধ করেছি।’
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে আন্দোলকারীরা। এই দাবিতে চলা কর্মসূচির দ্বাদশতম দিনে শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে বরিশাল শহর ও মহাসড়কে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ ও কনটেন্ট ক্রিয়েটররা যোগ দেন। তাঁদেরও স্বাস্থ্যখাত সংস্কারের বিভিন্ন শ্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
শুক্রবার নথুল্লাবাদ মহাসড়কেই জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনকর্মীরা। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা হয়। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন। এ দিন বেলা ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও তাঁরা সড়ক দখল করেছিলেন।
আন্দোলনকারীদের একজন সাব্বির হোসেন বলেন, ‘সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না। সেখানে গেলে তাদের নানা উপায়ে হয়রানি করা হয়। ডাক্তাররা স্লিপ ধরিয়ে দেন, যেন তাঁদের পরিচালিত ক্লিনিকে রোগীরা যান। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম অকেজো করে রাখা হয়। অ্যাম্বুলেন্স সেবা পান না। অথচ হাসপাতালের চিকিৎসক, কর্মচারীদের বেতন হয় জনগণের টাকায়। পুরো হাসপাতাল চলে জনগণের টাকায় অথচ সেখানে জনগণ সেবা পান না।
সাব্বির বলেন, ‘আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি। কোনো আশ্বাসে নয়, জনগণের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
আন্দোলনরত আরেক কর্মী ফয়সাল হোসেন বলেন, ‘আন্দোলনের কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই আন্দোলন শুধু আমাদের জন্য না, এই অঞ্চলের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, তাই সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেছে।’
সংগঠক মহিউদ্দিন রণি বলেন, ‘কোনো আশ্বাসে কাজ হবে না, স্বাস্থ্য উপদেষ্টার নিজে এসে চিকিৎসা খাতের সমস্যার সমাধান করতে হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাউকে হেলাফেলা করতে দেওয়া হবে না। যতক্ষণে আমাদের দাবি আদায় না হবে, স্বাস্থ্যখাতের সংস্কার না হবে, ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না।’
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, ‘নথুল্লাবাদ এলাকায় যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা উপস্থিত রয়েছি। জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকর্মীদের বিবেচনা করার অনুরোধ করেছি।’
প্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
২৪ মিনিট আগে২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
২ ঘণ্টা আগেদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
২ ঘণ্টা আগেফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
২ ঘণ্টা আগে