স্ট্রিম প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৮০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। তাঁরা মোবাইল টিম হিসেবে সারা দেশে দায়িত্ব পালন করবেন। খবর ইউএনবির।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ৩ নং ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে কেরানীগঞ্জ থানা, স্থানীয় র্যাব ব্যাটালিয়ন সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন আনসার বাড়াচ্ছি। প্রিজাইডিং অফিসার অনেক সময় ঝুঁকিতে থাকেন। আমরা প্রতি কেন্দ্রে দুইজন থেকে তিনজন পুলিশ দেব।’
নির্বাচনে বডি ক্যাম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে ১০ হাজারের মতো বডি ক্যাম আছে। বিজিবির কাছেও কিছু আছে। আরও ৪০ হাজার বডি ক্যাম কেনার চিন্তা-ভাবনা রয়েছে। ভোটকেন্দ্রগুলো এক জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে দেখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
নির্বাচনের তারিখ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কিন্তু ইলেকশনের একটা টেনটেটিভ (সম্ভাব্য) ডেট বলে দিছে। এখন পার্টিকুলার (সুনির্দিষ্ট) কোনদিন হবে, এইটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং একটা উৎসবমুখর পরিবেশে হয় এজন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৮০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। তাঁরা মোবাইল টিম হিসেবে সারা দেশে দায়িত্ব পালন করবেন। খবর ইউএনবির।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ৩ নং ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে কেরানীগঞ্জ থানা, স্থানীয় র্যাব ব্যাটালিয়ন সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন আনসার বাড়াচ্ছি। প্রিজাইডিং অফিসার অনেক সময় ঝুঁকিতে থাকেন। আমরা প্রতি কেন্দ্রে দুইজন থেকে তিনজন পুলিশ দেব।’
নির্বাচনে বডি ক্যাম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে ১০ হাজারের মতো বডি ক্যাম আছে। বিজিবির কাছেও কিছু আছে। আরও ৪০ হাজার বডি ক্যাম কেনার চিন্তা-ভাবনা রয়েছে। ভোটকেন্দ্রগুলো এক জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে দেখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
নির্বাচনের তারিখ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কিন্তু ইলেকশনের একটা টেনটেটিভ (সম্ভাব্য) ডেট বলে দিছে। এখন পার্টিকুলার (সুনির্দিষ্ট) কোনদিন হবে, এইটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং একটা উৎসবমুখর পরিবেশে হয় এজন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে।’
প্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
২২ মিনিট আগে২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
২ ঘণ্টা আগেদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
২ ঘণ্টা আগেফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
২ ঘণ্টা আগে