স্ট্রিম প্রতিবেদক
বিদেশ থেকে ভাড়া করে কয়েকজন ব্যক্তিকে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে চাইলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই, সেটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না।’
জনগণ আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি বোঝে না দাবী করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু পিআর পদ্ধতি সম্পর্কে তারা নিজেরাই জানে না।
সংস্কার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার করা যায় না। কয়েকটি বৈঠকে এটা সম্ভব না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
গত ১৫ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, তা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব কিছুই নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতান্ত্রিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার (গঠন) ধ্বংস করেছে।
বিদেশ থেকে ভাড়া করে কয়েকজন ব্যক্তিকে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধি নির্বাচন করতে চাইলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই, সেটা ভালো করে দেখা উচিত। নির্বাচন না হলে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে কীভাবে। আর প্রতিনিধি নির্বাচিত না হলে সে পার্লামেন্টে যাবে কী করে। আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না।’
জনগণ আনুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতি বোঝে না দাবী করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটা জগাখিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু পিআর পদ্ধতি সম্পর্কে তারা নিজেরাই জানে না।
সংস্কার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, রাতারাতি সংস্কার করা যায় না। কয়েকটি বৈঠকে এটা সম্ভব না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
গত ১৫ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে, তা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব কিছুই নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার-নির্যাতন করে গণতান্ত্রিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার (গঠন) ধ্বংস করেছে।
প্রতিবেদন অনুযায়ী, হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনায় ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক।
২৪ মিনিট আগে২০০৭-০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে থেকে রোডম্যাপ প্রকাশের প্রথা চালু হয়। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে তৎকালীন ইসি রোডম্যাপ প্রকাশ করেছিল।
২ ঘণ্টা আগেদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। রাজধানীর বাইরেও এ রোগে আক্রান্ত ও মৃত্যু ঘটছে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা গবেষকদের।
২ ঘণ্টা আগেফরিদপুর যাওয়ার পথে শিহাব মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় আরাফাতও মারা যান।
২ ঘণ্টা আগে