leadT1ad

জনগণ ভোটমুখী হলে নির্বাচন ঠেকানো কারও পক্ষেই সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদকঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ ভোটমুখী হলে তা ঠেকানো কারো পক্ষেই সম্ভব নয়।

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যে তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই তারিখ অনুযায়ীই নির্বাচন হবে। এ বিষয়ে স্যারের সিদ্ধান্তের ওপরে আর কিছু বলার নেই। ক্ষমতা জনগণের হাতে, আর জনগণ যদি ভোটমুখী হয়, তাহলে নির্বাচন ঠেকানো কারও পক্ষেই সম্ভব নয়।

মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয়—এমন মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কৃষি মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি দোকানিদের পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সবজির বাজার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে প্রচুর আলু মজুত আছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই দাম বাড়ছে। এতে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না, বরং মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে।

জাহাঙ্গীর আলম আরও বলেন, সবজির দাম কিছুটা বাড়লেও সার্বিকভাবে বাজার স্বাভাবিক রয়েছে এবং ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Ad 300x250

সম্পর্কিত