leadT1ad

মানবেন্দ্রের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আটক ৮

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৮: ৪৫

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। এরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আজ মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে গিয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দোষী সবাইকে খুঁজে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য যে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ তৈরির সন্দেহে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিল্পীর স্টুডিও পুড়ে যায়। এতে ৩০টির বেশি শিল্পকর্ম ছিল। অথচ এই মোটিফ তাঁর বানানো নয়। তিনি তৈরি করেছেন ‘কাঠের বাঘ’।

সরকার ইতোমধ্যে মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজ বাড়িটি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, মানবেন্দ্র ঘোষের ইচ্ছা অনুযায়ী বাড়িটি পুনরায় তৈরি করে দেওয়া হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আলামত সংগ্রহ শেষ হওয়ার পর নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় মানোয়ার হোসেন মোল্লা মানবেন্দ্র ঘোষের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। মানবেন্দ্র জানান, এ ঘটনার প্রেক্ষিতে তিনি গতকাল মামলা করেছেন। কোন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় এবং এ ঘটনার যাতে কোন রাজনীতিকরণ অথবা ধর্মীয়করণ না ঘটে, সেই অনুরোধও তিনি জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত