নিহত ফিলিস্তিনি সাংবাদিক আনাসের শেষ বার্তা
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো আল জাজিরার গাজা সংবাদদাতা আনাস আল-শরীফ মৃত্যুর আগেই নিজের হত্যার আশঙ্কা লিখে গিয়েছিলেন। শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি রেখে গিয়েছিলেন এক আবেগভরা বিদায়বার্তা। সেই বার্তা এখন গাজার রক্তমাখা বাস্তবতার সাক্ষী।