গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে সভাপতি করে এই তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার (২৮ মে) সকালে কারামুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁকে বেকসুর খালাস প্রদান করেন। আজহারুল ইসলামের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছিল।