রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকে পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তবে তাকে ‘কঠোর পরিণতি’ হুমকি দিয়েছেন ট্রাম্প।
ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তি আলোচনায় বসার পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা (ডেডলাইন) শেষ হচ্ছে আজ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজকের মধ্যেই শান্তি আলোচনায় বসার কার্যকরী পদক্ষেপ নিতে পুতিনকে বাধ্য করতে চাইছেন ট্রাম্প।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের উদ্যোগ না নিলে রাশিয়ার জ্বালানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাশিয়ার সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে, তাদের ওপরেও দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি।
এ বছর ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প বলে আসছেন, তিনি রাশিয়া ও পুতিন উভয়কেই সম্মান করেন এবং সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতে চান।