আজ ১৯ জুলাই, বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ কে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডের সদস্য প্রিতম আরেফিন।
শাফিন আহমেদের মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কিন্তু বাংলা গান এখনো তাঁকে হারানোর ব্যথা ভুলতে পারেনি। সংগীতপ্রেমীরা টের পাচ্ছেন তাঁর শূন্যতা। আজ আমরা ফিরে তাকাতে চাই ১৮ বছরের এক তরুণ শাফিন আহমেদের দিকে। কীভাবে তিনি ‘মাইলস’ব্যান্ডে যোগ দিয়েছিলেন—শুরুর সেই ঘটনা আজ মনে করতে চাই।
স্মৃতিতে শাফিন আহমেদ
শাফিন ভাই একদিন আমি ও আমার প্রেমিকাকে ‘মাইলস’-এর প্র্যাক্টিসেও নিয়ে গিয়েছিলেন। ‘মাইলস’-এর প্র্যাকটিস করার ধরন দেখে আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম। একটানা তিন ঘণ্টায় ২৫টির বেশি গান তারা প্র্যাকটিস করল। তা-ও কোনো বিরতি ছাড়াই! ভাবছিলাম, এটা কীভাবে সম্ভব!