সত্যেন সেনের ‘পাপের সন্তান’
বাবিল থেকে পবিত্রভূমি জাহুদায় (ইয়াহুদা) ফিরছিল মিকা—যেখানে একদিন ধর্ম বা বিশ্বাসের জন্যই তাকে উৎখাত করা হয়েছিল। ফিরে গিয়েও পেল সেই ‘ঘরহীনতার’ নিষ্ঠুরতাই। আত্মপরিচয়ের দ্বন্দ্ব, স্মৃতির যন্ত্রণা আর সমাজের অবিশ্বাসে সে হয়ে ওঠে নিঃসঙ্গ। সত্যেন সেন তাঁর কলমে এই সর্বজনীন বিচ্যুতিকে রূপ দেন ‘পাপের সন্তান