ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরোটাই দখলে নেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আজ শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, ‘দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা গাজা দখলে শিগগিরই কাজ শুরু করবে।’
ইসরায়েল গত সপ্তাহে গাজার গির্জায় ও সিরিয়ার সরকারি বাসভবনে বিমান হামলা করে। নেতানিয়াহুকে নিয়ে হোয়াইট হাউজে সন্দেহ বাড়ছিল আগে থেকেই। এই দুই ঘটনার পর ইসরায়েলের কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন ট্রাম্প। সিএনএন-এর জেরেমি ডায়মন্ড, করিম খাদ্দার এবং মোহাম্মদ তৌফিকের তৈরি প্রতিবেদনের সংক্ষিপ্ত অনুবাদ।