কেন বারবার রাজপথে নামে নজরুলের 'বিদ্রোহী'
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তারুণ্যের প্রতিবাদ ও বিদ্রোহে বারবার রসদ জোগান তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪-এর গণ-অভ্যুত্থান–সবখানেই এ কবির রচনাকে অবলম্বন করে এগিয়েছে জনতা। কেন বারবার রাজপথে নামে নজরুলের 'বিদ্রোহী'? লিখেছেন সৈকত আমীন রাজপথে তখন বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা