ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হলে মঙ্গলবার (৫ আগস্ট)। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের সংবাদমাধ্যমগুলোয় ছিল নানা আয়োজন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।
ফিরে দেখা ২ আগস্ট
প্রেসক্লাব ততক্ষণে লোকে লোকারণ্য। একটু দূরে পল্টনে দাঁড়িয়েও তার কোনো আঁচ পাওয়া যায়নি। নানা কিসিমের লোক তখন প্রেসক্লাবে জড়ো হয়েছেন। কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, কেউ পোস্টার। কেউ কেউ আবার দলবেঁধে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন ঢাউস সাইজের ব্যানার।
আমরাও রুখে দাঁড়িয়েছিলাম। বলেছিলাম, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’। বুক চিতিয়ে আমরা গুলির মুখোমুখি দাঁড়িয়েছিলাম সেদিন, এই জুলাই মাসেই।