ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারানো আল জাজিরার গাজা সংবাদদাতা আনাস আল-শরীফ মৃত্যুর আগেই নিজের হত্যার আশঙ্কা লিখে গিয়েছিলেন। শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি রেখে গিয়েছিলেন এক আবেগভরা বিদায়বার্তা। সেই বার্তা এখন গাজার রক্তমাখা বাস্তবতার সাক্ষী।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ের পুরো গাজা দখলের সিদ্ধান্তে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এর পরিণতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বনেতারা। শুক্রবার (৮ আগস্ট) গাজার সবচেয়ে বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের কিছু আগে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, সামরিক অভিযান চালিয়ে পুরো গাজা দখলের ইচ্ছা রয়েছে তাদের।
গত শুক্রবার (১ আগস্ট) জাতিসংঘ জানিয়েছে, ২৭ মে থেকে এ পর্যন্ত অন্তত ১,৪০০ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ১১টি ইইউ দেশের সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন প্রশ্ন হলো, এই পদক্ষেপও কি ইউরোপের অসহায়ত্ব ও অপ্রাসঙ্গিকতার আরেকটি উদাহরণ হয়ে থাকবে?
ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক শেষে নেতানিয়াহু জানালেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও সেখানে থাকা ৫০ জিম্মির অর্ধেককে মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির জন্য কাজ করছে ইসরায়েল। এ চুক্তি শেষ হলে হামাসের নিরস্ত্র হওয়ার শর্তে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত।
ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক শেষে নেতানিয়াহু জানালেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও সেখানে থাকা ৫০ জিম্মির অর্ধেককে মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির জন্য কাজ করছে ইসরায়েল। এ চুক্তি শেষ হলে হামাসের নিরস্ত্র হওয়ার শর্তে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত।
ফিলিস্তিনের খান ইউনুস শহরে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এক ত্রাণ বিতরণ কেন্দ্রে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ হচ্ছে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত সহায়তা সংস্থা।
ছেলের জন্মের পর থেকেই আমার দুধের সমস্যা শুরু হয়। অপুষ্টি আর দুর্বলতার কারণে আমি ছেলেকে স্তন্যপান করাতে পারিনি।
‘আমার বাচ্চারা…আমার বাচ্চারা…’, স্বজনদের লাশের পাশে বসে বিলাপ করছিলেন ইনতিসার আবু আসসি। ইসরায়েলি হামলায় তাঁর সন্তান ও নাতি-নাতনিরা মারা গেছেন।
গাজার চিকিৎসাব্যবস্থার একজন অভিজ্ঞ ও সম্মানিত চিকিৎসক হিসেবে ডা. সুলতানকে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, তিনি ছিলেন ‘নির্বিচারে আগ্রাসনের’ মধ্যেও সেবা ও দৃঢ়তার এক প্রতীক।
ইসরায়েল এবং তাদের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই ‘বিপর্যয়ের’ জন্য দায়ী। একই সঙ্গে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ করে গাজা উপত্যকার প্রবেশপথগুলো খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
গাজায় চলমান ইসরায়েলি হামলায় গত ২৪ আরও ৯০ জনের বেশি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৪০০। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়ছে।
ফিলিস্তিনের কবি রেফাতের ভালোবাসার শহর ছিল গাজা। তিনি হয়ে উঠেছিলেন সেই শহরেরই কণ্ঠস্বর, যে কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্তও থামেনি। একের পর এক বোমা যখন তাঁর শহরটাকে গুঁড়িয়ে দিচ্ছিল, তখনও তিনি লিখে যাচ্ছিলেন, ‘যদি আমাকে মরতেই হয়, তবে যেন সেই মৃত্যু আশার জন্ম দেয়।’
ইরাকে ‘অস্ত্র’ ছিল না। তবে বোমা ঠিকই পড়েছিল। এবারও সেই পুরোনো স্ক্রিপ্টে নতুন শুটিং চলছে। লোকেশন পাশের দেশ ইরান। ইসরায়েল বলে এটা আগাম হুমকি মোকাবিলার আক্রমণ। আর ট্রাম্প কী করবে কেউ নিশ্চিত নয়। গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে নাটক জমাতে চাইছে ইসরায়েল, দৃশ্যপট এবার ইরান।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও বেসামরিক জনগণের ওপর ব্যাপক সহিংসতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও সহিংসতায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপরে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে লন্ডন।