কার্টুনের মতো অতি সরু চেহারার এই গাড়িটি দর্শকদের রীতিমতো হতবাক করে দেয়। হালকা নীল রঙে রাঙানো গাড়িটিতে রয়েছে একটি মাত্র হেডলাইট, পাতলা চারটি চাকা আর দুটি সাইড মিরর।
১৩ মে ফ্রান্সের কান শহরে পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান’-এর ৭৮তম আসরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে চলচ্চিত্র উৎসব যখন ফ্যাসিবাদের কালো ছায়ায় ঢাকা পড়ছিল, তখনই কীভাবে জন্ম হয়েছিল এ আয়োজনের? কান উৎসবের আদ্যোপান্ত ঘেঁটে এর শুরুর ইতিবৃত্ত তুলে ধরেছেন গৌতম কে