দুই কিস্তি ঋণছাড়ের পর বাংলাদেশ নিয়ে নতুন বার্তা আইএমএফের
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১৩৭ কোটি ডলার ঋণছাড় অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশের অর্থনীতি নিয়ে পূর্বাভাস ও চলতি সময়ের অর্থনীতির মূল্যায়নও করেছে সংস্থাটি। সেই সঙ্গে দিয়েছে কিছু পরামর্শও।