নদীপাড়ের সুড়ঙ্গে আসা পানি অলৌকিক ভেবে পান করছেন মানুষেরা
‘লোকে বলতো—আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। আর এখানে (জয়পুরহাট) দেখি মাটির ফেটে বরকত। কোথা থেকে, কিভাবে, কিসের পানি আসছে, তা কেউ জানে না। হুচুকের হুজুগে বাঙ্গালি, হুচুকে পড়ে সেই পানি অলৌকিক ভেবে বোতলে নিতে হুড়াহুড়ি শুরু করছে।’